সখীপুর প্রতিনিধি
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গ্রামের সাধারণ গরিব-দুঃখী ও চাষাভুষার ছেলেরাই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তাঁরা কিছু পাওয়ার জন্য যুদ্ধ করেননি, শুধু দেশ স্বাধীন করার লক্ষ্য নিয়েই যুদ্ধ করেছেন।’ গতকাল শনিবার বিকেলে সখীপুরের বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয় মাঠে ৫০তম টাঙ্গাইল মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত দেশ গড়ার জন্যই যুদ্ধে গিয়েছিলাম। ব্যক্তিগত কোনো স্বার্থে আমরা যুদ্ধ করিনি। বঙ্গবন্ধু পাকিস্তানিদের শোষণ, শাসন, অত্যাচার ও নির্মমতার বিরুদ্ধে বাঙালি জাতিকে মুক্ত করে পৃথিবীর বুকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি করতেই যুদ্ধের জন্য আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। কিন্তু দেশ স্বাধীন করলেও একসময় মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে পারেননি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত হয়েছে। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন থাকবে, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বড় হবে।’
সমাবেশে সাবেক সচিব ও টাঙ্গাইল আঞ্চলিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক সচিব হুমায়ুন খালিদ, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, টাঙ্গাইল সমন্বয় পরিষদের সদস্যসচিব মুনছুরুল আলম হীরা, সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, প্রকৌশলী আতাউল মাহমুদ, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, প্রকৌশলী রাশেদুল হাসান শেলী, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী প্রমুখ।
সমাবেশে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গ্রামের সাধারণ গরিব-দুঃখী ও চাষাভুষার ছেলেরাই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তাঁরা কিছু পাওয়ার জন্য যুদ্ধ করেননি, শুধু দেশ স্বাধীন করার লক্ষ্য নিয়েই যুদ্ধ করেছেন।’ গতকাল শনিবার বিকেলে সখীপুরের বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয় মাঠে ৫০তম টাঙ্গাইল মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত দেশ গড়ার জন্যই যুদ্ধে গিয়েছিলাম। ব্যক্তিগত কোনো স্বার্থে আমরা যুদ্ধ করিনি। বঙ্গবন্ধু পাকিস্তানিদের শোষণ, শাসন, অত্যাচার ও নির্মমতার বিরুদ্ধে বাঙালি জাতিকে মুক্ত করে পৃথিবীর বুকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি করতেই যুদ্ধের জন্য আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। কিন্তু দেশ স্বাধীন করলেও একসময় মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে পারেননি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত হয়েছে। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন থাকবে, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বড় হবে।’
সমাবেশে সাবেক সচিব ও টাঙ্গাইল আঞ্চলিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক সচিব হুমায়ুন খালিদ, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, টাঙ্গাইল সমন্বয় পরিষদের সদস্যসচিব মুনছুরুল আলম হীরা, সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, প্রকৌশলী আতাউল মাহমুদ, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, প্রকৌশলী রাশেদুল হাসান শেলী, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী প্রমুখ।
সমাবেশে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ ঘণ্টা আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৩ ঘণ্টা আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৫ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫