Ajker Patrika

কিছু পাওয়ার জন্য তাঁরা যুদ্ধ করেননি

সখীপুর প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৫
কিছু পাওয়ার জন্য তাঁরা যুদ্ধ করেননি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গ্রামের সাধারণ গরিব-দুঃখী ও চাষাভুষার ছেলেরাই মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। তাঁরা কিছু পাওয়ার জন্য যুদ্ধ করেননি, শুধু দেশ স্বাধীন করার লক্ষ্য নিয়েই যুদ্ধ করেছেন।’ গতকাল শনিবার বিকেলে সখীপুরের বহেড়াতৈল গণ উচ্চবিদ্যালয় মাঠে ৫০তম টাঙ্গাইল মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি উন্নত দেশ গড়ার জন্যই যুদ্ধে গিয়েছিলাম। ব্যক্তিগত কোনো স্বার্থে আমরা যুদ্ধ করিনি। বঙ্গবন্ধু পাকিস্তানিদের শোষণ, শাসন, অত্যাচার ও নির্মমতার বিরুদ্ধে বাঙালি জাতিকে মুক্ত করে পৃথিবীর বুকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি করতেই যুদ্ধের জন্য আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। কিন্তু দেশ স্বাধীন করলেও একসময় মুক্তিযোদ্ধারা নিজেদের পরিচয় দিতে পারেননি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত হয়েছে। যত দিন বাংলাদেশ থাকবে তত দিন মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন থাকবে, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় বড় হবে।’

সমাবেশে সাবেক সচিব ও টাঙ্গাইল আঞ্চলিক উন্নয়ন কমিটির চেয়ারম্যান খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সাবেক সচিব হুমায়ুন খালিদ, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, টাঙ্গাইল সমন্বয় পরিষদের সদস্যসচিব মুনছুরুল আলম হীরা, সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, প্রকৌশলী আতাউল মাহমুদ, স্থানীয় আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শওকত শিকদার, প্রকৌশলী রাশেদুল হাসান শেলী, বীর মুক্তিযোদ্ধা এম ও গণি, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী প্রমুখ।

সমাবেশে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত