Ajker Patrika

অভিষেকেই আকাশচুম্বী পারিশ্রমিক

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৬
অভিষেকেই আকাশচুম্বী পারিশ্রমিক

করোনার পর থেকে দক্ষিণী সিনেমার কাছে পাত্তাই পাচ্ছে না বলিউড। সাফল্য পেতে অনেক বলিউড তারকা নাম লেখাচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। ক্যাটরিনা কাইফের পর সর্বশেষ এ তালিকায় যুক্ত হচ্ছেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। বলিউডে অভিষেকের পরই জানিয়েছিলেন দক্ষিণের সিনেমায় কাজ করার আগ্রহ আছে তাঁর। এমনকি সুযোগ পেলে কাজ করতে চান দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে। জাহ্নবী বলেন, ‘আমি আগেও বলেছি, তাঁর পারফরম্যান্স আমার ভীষণ পছন্দ। উনি বড় মাপের শিল্পী। তাঁর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আমার। সুযোগের অপেক্ষা করছি।’

অবশেষে জাহ্নবীর ডাক এসেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে। নায়ক হিসেবেও পাচ্ছেন জুনিয়র এনটিআরকে। তবে আচমকাই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন এ অভিনেত্রী। অঙ্কটা জানা না গেলেও শোনা যাচ্ছে এই সিনেমার জন্য দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মন্দানার চেয়েও বেশি পারিশ্রমিক হাঁকাচ্ছেন জাহ্নবী। ‘পুষ্পা’ ছবির সাফল্যের পর দুই কোটি থেকে পারিশ্রমিক বাড়িয়ে পাঁচ কোটি করেছেন রাশমিকা। তাই জাহ্নবী যে পাঁচ কোটির বেশি চাইছেন, সেটা মোটামুটি নিশ্চিত।

রাশমিকা মন্দানাজুনিয়র এনটিআরের সঙ্গে সিনেমা ছাড়া আরও দুটি দক্ষিণী সিনেমায় অভিনয় করার কথা চলছে জাহ্নবীর। একটিতে তাঁর বিপরীতে বিজয় দেবারকন্ডা, অন্যটিতে আল্লু অর্জুনের অভিনয় করার কথা শোনা যাচ্ছে।

জাহ্নবীর মা শ্রীদেবী দক্ষিণী সিনেমায় একসময় চুটিয়ে কাজ করেছেন। অবশেষে মায়ের দেখানো পথেই হাঁটা শুরু করলেন জাহ্নবী। সবশেষ গত বছর ‘মিলি’ সিনেমায় দেখা যায় জাহ্নবীকে। সিনেমাটি বক্স অফিসে ভালো ব্যবসা না করলেও জাহ্নবীর অভিনয় প্রশংসিত হয়েছিল। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত ‘বাওয়াল’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ সিনেমা দুটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত