Ajker Patrika

ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

ফটিকছড়ি প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১: ১৫
ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা

চট্টগ্রামের ফটিকছড়িতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে পৌর সদরের মুনাফখীল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তির নাম মুহাম্মদ ইব্রাহিম (৪০)। তিনি একই গ্রামের আবুল বশরের ছেলে। এ সময় মুহাম্মদ জাবেদুল করিম (৩৯) নামের আরও একজন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুহাম্মদ ইব্রাহিমের পরিবার দাবি করে, স্থানীয় একটি সড়কের কাজে টিকাদারকে বালু সরবরাহ করত ইব্রাহিম। বিষয়টি স্থানীয় যুবলীগ নেতা মুহাম্মদ ওমর ও বেলাল মেনে নিতে পারেননি। গত রোববার রাত সাড়ে ৭টার দিকে ইব্রাহিম গাড়িচালকে ভাড়ার টাকা দিতে গেলে ওত পেতে থাকা ওমর ও বেলাল গুলি চালান। গুলি ইব্রাহিমের পায়ে লাগে। এ সময় তাঁকে উদ্ধার করতে জাবেদুল করিম নামের এক ব্যক্তি এগিয়ে এলে তাঁকে কুপিয়ে আহত করা হয়।

মুহাম্মদ ইব্রাহিমের ভাই মুহাম্মদ সুজন বলেন, ‘ভাই পুঁজি দিয়ে ব্যবসা করেন। তবে কয়েকজন তাঁর কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আমার ভাইকে হত্যার চেষ্টা করা হয়।’

এ বিষয়ে জানতে নেতা মুহাম্মদ ওমর ও বেলালের সঙ্গ যোগাযোগ করা চেষ্টা করা হয়। তবে তাঁদের পাওয়া যায়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো এ ঘটনায় কেউ মামলা করেননি। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত