দাকোপ প্রতিনিধি
দাকোপের তিলডাঙা ইউনিয়নের বটবুনিয়া বাজার এলাকায় নদীভাঙনে ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের পানির চাপে বটবুনিয়া বাজারের একপাশ নদীগর্ভে বিলীন হতে চলেছে।
ওয়াপদা রাস্তার প্রায় তিন ভাগের দুই ভাগই সম্পূর্ণ বিলীন হয়ে গেছে নদীতে। ভাঙনকবলিত স্থান দ্রুত মেরামত না করলে বটবুনিয়া বাজার এলাকা পানিতে প্লাবিত হয়ে আমন ফসলসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে তিলডাঙা ইউনিয়নের বটবুনিয়া বাজারের ভাঙনকবলিত স্থানে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডে ৩১নম্বর পোল্ডারে এর অবস্থান। তিলডাঙা ইউনিয়নের বটবুনিয়া বাজার রক্ষা বাঁধটি ঢাকি নদীগর্ভে বিলীন হতে চলেছে। ওয়াপদা রাস্তার প্রায় ৪০০ ফুট নদীভাঙনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাস্তার প্রায় তিন ভাগের দুই ভাগ নদীগর্ভে চলে গেছে। স্থানীয় ভাবে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জোয়ারের পানি বাড়ার কারণে তা বিফলে গেছে। ফলে নদীভাঙন আরও মারাত্মক আকার ধারণ করেছে। বাজারের অধিকাংশ দোকান নদীতে চলে গেছে।
এ ছাড়া বাজারের পাকা ঘাটটি নদীর মধ্যে চলে গেছে। জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেলে মাঝে মধ্যে পানি ওয়াপদা রাস্তা ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করে। এলাকার স্থানীয় বাসিন্দারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে।
কথা হয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী গাজীর সঙ্গে তিনি বলেন, ‘ওয়াপদার রাস্তার অবস্থা খুবই খারাপ। তিন ভাগের দুই ভাগই ভেঙে গেছে নদীতে। যদি নদীতে বড় ধরনের জোয়ার হয় তাহলে যেকোনো সময় ওয়াপদা ভেঙে এলাকা পানিতে প্লাবিত হবে। সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ব।’
তিনি আরও জানান, বিষয়টি তারা পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ। তিনি দ্রুত নদী ভাঙনকবলিত এলাকা মেরামতসহ নদী শাসনের মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় সরকার জানান, ‘নদীভাঙন কবলিত স্থানটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মূলত এখানে দরকার নদী শাসনের। আগে নদী শাসন করতে হবে। পরে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। তাহলে এলাকায় নদীভাঙন কমে যাবে বলে তিনি মনে করেন।’
তিলডাঙা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন গাজী বলেন, ‘নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। স্থানীয় ভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে ভাঙন প্রাথমিকভাবে আটকানো হয়েছে। এ বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘আমরা দ্রুত ভাঙনরোধ করার জন্য কাজ করে যাচ্ছি। পাইলিং করে জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে আটকানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
দাকোপের তিলডাঙা ইউনিয়নের বটবুনিয়া বাজার এলাকায় নদীভাঙনে ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের পানির চাপে বটবুনিয়া বাজারের একপাশ নদীগর্ভে বিলীন হতে চলেছে।
ওয়াপদা রাস্তার প্রায় তিন ভাগের দুই ভাগই সম্পূর্ণ বিলীন হয়ে গেছে নদীতে। ভাঙনকবলিত স্থান দ্রুত মেরামত না করলে বটবুনিয়া বাজার এলাকা পানিতে প্লাবিত হয়ে আমন ফসলসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
সরেজমিনে তিলডাঙা ইউনিয়নের বটবুনিয়া বাজারের ভাঙনকবলিত স্থানে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডে ৩১নম্বর পোল্ডারে এর অবস্থান। তিলডাঙা ইউনিয়নের বটবুনিয়া বাজার রক্ষা বাঁধটি ঢাকি নদীগর্ভে বিলীন হতে চলেছে। ওয়াপদা রাস্তার প্রায় ৪০০ ফুট নদীভাঙনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাস্তার প্রায় তিন ভাগের দুই ভাগ নদীগর্ভে চলে গেছে। স্থানীয় ভাবে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জোয়ারের পানি বাড়ার কারণে তা বিফলে গেছে। ফলে নদীভাঙন আরও মারাত্মক আকার ধারণ করেছে। বাজারের অধিকাংশ দোকান নদীতে চলে গেছে।
এ ছাড়া বাজারের পাকা ঘাটটি নদীর মধ্যে চলে গেছে। জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেলে মাঝে মধ্যে পানি ওয়াপদা রাস্তা ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করে। এলাকার স্থানীয় বাসিন্দারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে।
কথা হয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী গাজীর সঙ্গে তিনি বলেন, ‘ওয়াপদার রাস্তার অবস্থা খুবই খারাপ। তিন ভাগের দুই ভাগই ভেঙে গেছে নদীতে। যদি নদীতে বড় ধরনের জোয়ার হয় তাহলে যেকোনো সময় ওয়াপদা ভেঙে এলাকা পানিতে প্লাবিত হবে। সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ব।’
তিনি আরও জানান, বিষয়টি তারা পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা গ্রহণ করেননি কর্তৃপক্ষ। তিনি দ্রুত নদী ভাঙনকবলিত এলাকা মেরামতসহ নদী শাসনের মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।
স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় সরকার জানান, ‘নদীভাঙন কবলিত স্থানটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মূলত এখানে দরকার নদী শাসনের। আগে নদী শাসন করতে হবে। পরে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। তাহলে এলাকায় নদীভাঙন কমে যাবে বলে তিনি মনে করেন।’
তিলডাঙা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দীন গাজী বলেন, ‘নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি। স্থানীয় ভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করে ভাঙন প্রাথমিকভাবে আটকানো হয়েছে। এ বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা স্থায়ীভাবে ভাঙন রোধের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘আমরা দ্রুত ভাঙনরোধ করার জন্য কাজ করে যাচ্ছি। পাইলিং করে জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে আটকানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫