Ajker Patrika

দেশেই হবে জিরার চাষ কমবে আমদানিনির্ভরতা

শাপলা খন্দকার, বগুড়া
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৬: ১৩
দেশেই হবে জিরার চাষ  কমবে আমদানিনির্ভরতা

দেশে প্রতিবছর মসলাজাত পণ্য জিরার চাহিদা থাকে ৩০ থেকে ৩৫ হাজার মেট্রিক টন, যার সম্পূর্ণটাই আসে বিদেশ থেকে। এই পরিমাণ জিরার বর্তমান বাজার অনুযায়ী আর্থিক মূল্য দাঁড়ায় ৫০০ থেকে সাড়ে ৫০০ কোটি টাকা।

কিন্তু এখন থেকে দেশেই হবে জিরা চাষ। এতে ক্রমান্বয়ে কমবে আমদানিনির্ভরতা। ধীরে ধীরে জিরা উৎপাদনে বাংলাদেশ স্বাবলম্বী হয়ে উঠবে বলে দাবি গবেষকদের।

দীর্ঘ এক যুগের গবেষণায় সফলতা লাভ করেছেন বগুড়ার মসলা গবেষণাকেন্দ্রের গবেষকেরা। এ বছর ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিকভাবে জিরা চাষের অনুমোদন দিয়েছে বীজ প্রত্যয়ন সংস্থা (সিডস সার্টিফিকেশন এজেন্সি)।

বগুড়ার শিবগঞ্জে অবস্থিত মসলা গবেষণাকেন্দ্র সূত্রে জানা যায়, দেশে জিরা মসলার চাহিদা মেটাতে ২০০৭ সালে ভারত থেকে জিরার বীজ সংগ্রহ করে পরের বছর থেকে গবেষণা শুরু করা হয়।

গবেষণাকেন্দ্রে দেড় বিঘা জমিতে জিরার চাষ করা হয়েছে। সেখান থেকে প্রথমে সর্বোচ্চ ১০০ গ্রাম জিরা উৎপাদনে সক্ষম হন গবেষকেরা। পরে ধীরে ধীরে বাড়তে থাকে জিরার উৎপাদন।

ওই জমি থেকে এবার প্রায় ৮০ কেজি (দুই মণ) জিরা পাওয়া যাবে। এবারই প্রথম ওই জমি থেকে উৎপাদিত জিরার পরিমাণ বেশি।

এটাকে গবেষণার সফলতা বলছেন শিবগঞ্জ মসলা গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার। তিনি বলেন, আগামী মৌসুম থেকে এক বিঘা জমি থেকে আড়াই মণ জিরা মসলা পাওয়া যাবে।

সিডস সার্টিফিকেশন এজেন্সি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিকভাবে জিরা চাষের অনুমতি দেয়। তবে এ বিষয়ক চিঠি এখনো গবেষণাকেন্দ্রে এসে পৌঁছায়নি। অফিশিয়াল প্রসিডিউর শেষে খুব তাড়াতাড়িই চিঠি এসে পৌঁছাবে বলে জানান মাজহারুল আনোয়ার।

শুধু গবেষণাগারেই নয়; কৃষকের জমিতেও জিরা চাষে সফলতা এসেছে।

শিবগঞ্জ মসলা গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সুজা জানান, পরীক্ষামূলক চাষের জন্য গত বছরের নভেম্বর মাসে বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার চরাঞ্চলের এবং শিবগঞ্জের ৬৫ কৃষককে জিরার বীজ দেওয়া হয়। তাঁরা প্রত্যেকে গড়ে ৫ শতক জমিতে জিরার চাষ শুরু করেছেন। সফল হয়েছেন বেশির ভাগ কৃষক।

গবেষকেরা জানান, প্রতি বিঘায় এক কেজি জিরার বীজ বপন করতে হয়। বীজ বপনের ১০৫-১১০ দিন পর জিরা পাওয়া যায়। এতে বিঘাপ্রতি খরচ হবে ৭-৮ হাজার টাকা। বর্তমানে প্রতি কেজি জিরার দাম ২৫০-৩০০। সেই অনুযায়ী এক বিঘা থেকে প্রায় ৩০ হাজার টাকার জিরা বিক্রি করতে পারবেন কৃষকেরা।

গাবতলী উপজেলার কৃষক ফোরকান এবং বাদশা মিয়ার সঙ্গে কথা বলে জানা গেছে, এবারই প্রথম তাঁরা জিরা চাষ করেছেন। গাছ ভালো আছে। জিরার ফলনও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার আজকের পত্রিকাকে আরও বলেন, ‘এক যুগেরও অধিক সময় গবেষণা করে অবশেষে আমরা সফল হয়েছি। বাণিজ্যিকভাবে জিরা চাষে ক্রমান্বয়ে ৫০০ কোটি টাকা আমদানি খরচ সাশ্রয় হবে বাংলাদেশের। চরের কৃষকরাও হবেন লাভবান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত