Ajker Patrika

এখনো জয়ের সম্ভাবনা দেখছেন ডমিঙ্গো

তাসনীম হাসান, চট্টগ্রাম থেকে
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০: ১৭
এখনো জয়ের সম্ভাবনা দেখছেন ডমিঙ্গো

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনেই জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান। শেষ দিনে জিততে আর ৯৩ রান দরকার বাবর আজমদের। হাতে তাঁদের ১০ উইকেট। এই টেস্টে ভিন্ন গল্প লিখতে আজ অলৌকিক কিছুই করতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর অবশ্য আশায় বসতি। তিনি এখনো আশা হারাচ্ছেন না।

গতকাল চতুর্থ দিনের খেলা শেষে ডমিঙ্গো বলেছেন, ‘এটা ঠিক পাকিস্তান ভালো অবস্থানে আছে। তবে টেস্ট ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। আমাদের জয়ের সুযোগ আছে এটা বিশ্বাস করেই আগামীকাল (আজ) মাঠে নামতে হবে। প্রথম আধা ঘণ্টায় এক-দুটি উইকেট তুলে নিতে পারলে যেকোনো কিছুই সম্ভব।’

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত এগিয়ে ছিল মুমিনুল হকের দলই। বাংলাদেশ পিছিয়ে পড়ে তৃতীয় দিনের শেষ সেশনে। ৪৪ রানের লিড পাওয়ার পরও দ্বিতীয় ইনিংসের শুরুতেই ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এভাবে টপ অর্ডার ধসে না পড়লে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোরটা নিশ্চয়ই আরও বড় হতো। ডমিঙ্গো বলছিলেন, ‘প্রথম দুই দিন আমরা সত্যিই ভালো খেলেছি। তৃতীয় দিনের বেশির ভাগ অংশও ভালো ছিল। কিন্তু শেষ সেশনে ভালো করতে পারিনি। এটা আমাদের অনেক চাপে ফেলে দিয়েছে। এর আগ পর্যন্ত আমরা ভালো ক্রিকেটই খেলেছি। প্রথম ইনিংসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর দাঁড় করেছি। স্পিনার ও পেসাররা ভালো খেলে লিড এনে দিয়েছিল। তৃতীয় দিনের শেষ সেশনই আমাদের চাপে ফেলে দিয়েছে।’

সিনিয়র ক্রিকেটারদের অবর্তমানে নতুনদের নিয়েই এই সিরিজ খেলতে হচ্ছে বাংলাদেশকে। সেই পরীক্ষায় অনেক তরুণই ভালো করতে পারেননি, আবার কেউ কেউ নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। বিশেষ করে ইয়াসির আলী রাব্বি, হঠাৎ চোটে পড়ায় তাঁকেও হারাতে হয়েছে বাংলাদেশকে। তবে তরুণদের নিয়ে ডমিঙ্গো আশাবাদী, ‘যেভাবে ছেলেরা লড়াই করেছে, আমি গর্বিত। তরুণদের নিয়ে আমি আশাবাদী। ইয়াসির তো দুর্দান্ত খেলেছে।’ সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্তরা কেন ভালো করতে পারেননি, সে ব্যাখ্যাও দিয়েছেন ডমিঙ্গো, ‘দুই ইনিংসেই টপ অর্ডার ব্যর্থ হয়েছে। এটি খুবই হতাশার। নতুন বলে চাপ থাকে। আমরা অসাধারণ সব বোলারের বিপক্ষে খেলছি।’

প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন লিটন দাস। টি-টোয়েন্টির বাজে অভিজ্ঞতা ভুলে এই সিরিজে নতুন করে নিজেকে চিনিয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। লিটনের জন্য তাই আলাদা প্রশংসা বরাদ্দ রেখেছেন ডমিঙ্গো, ‘লিটনের সর্বশেষ ১৮ মাসের টেস্ট রেকর্ড দেখুন। তার গড় অসাধারণ। সে কিছু দুর্দান্ত ইনিংসও খেলেছে। সে নিজেকে প্রমাণ করেছে।’

বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে চার বোলার নিয়ে মাঠে নামলেও যেন খেলছে তিনজনকে নিয়ে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার আবু জায়েদ রাহি এখনো নিজের ছায়া। দলের বোলিং শক্তি বাড়াতে দ্বিতীয় টেস্টে সাকিব আল হাসান ফিরবেন, এমন আশায় আছে বাংলাদেশ। তবে সাকিব নিয়ে গতকাল ডমিঙ্গো নিশ্চিত করে কিছু বলতে পারেননি, ‘সে আজ (গতকাল) ফিটনেস পরীক্ষা দিয়েছে। আমরা ট্রেনার এবং ফিজিওর কাছ থেকে তার ফিটনেস পরীক্ষার ফলের অপেক্ষায় আছি।’

আপাতত সাকিব নয়, কোচ তাকিয়ে আছেন তাইজুল-ইবাদতদের দিকে। চট্টগ্রামে অলৌকিক কিছু করতে বোলারদের আজ দুর্দান্ত কিছু করতেই হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত