Ajker Patrika

হাসপাতাল ভবন নির্মাণ দ্রুত সম্পন্নের দাবি

যশোর প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ০৫
হাসপাতাল ভবন নির্মাণ দ্রুত সম্পন্নের দাবি

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ নির্মাণের জন্য কর্মসূচির ডাক দিয়েছে হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরে হাসপাতাল বাস্তবায়ন কমিটির আলোচনা সভা হয়। ওই সভা থেকে আগামী ৫ মার্চ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়।

আলোচনা সভায় জানানো হয়, ওই দিন মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়কের ওপর এ কর্মসূচি পালন করা হবে।

সভায় নেতারা বলেন, ‘দশ বছর পেরিয়ে গেলেও যশোর মেডিকেল কলেজে কোনো হাসপাতাল স্থাপন করা হয়নি। এতে একদিকে যেমন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি যশোরের সাধারণ মানুষেরাও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’

নেতারা আরও বলেন, ‘যশোর সদর হাসপাতালে জেলার রোগী ছাড়াও ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর এবং চুয়াডাঙ্গার রোগীরাও চিকিৎসাসেবা নিতে আসেন। প্রতিদিন হাসপাতালটিতে বহির্বিভাগে গড়ে ৭০০-৮০০ রোগী চিকিৎসা নিয়ে থাকেন। আর আন্তবিভাগীয় থাকেন অন্তত ৩০০-৩৫০ রোগী। রোগীদের এ চাপ সামলাতে সদর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। তা ছাড়া চিকিৎসা নিতে আসা রোগীরাও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় যশোর মেডিকেল কলেজে হাসপাতাল স্থাপনের কোনো বিকল্প নেই।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি সাঈদ আহমেদ বুলবুল, সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, নওরোজ আলম খান চপল, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, রিয়াদ রহমান, সাঈদ নাসির প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত