Ajker Patrika

পেঁয়াজের দাম মণপ্রতি কমেছে ৪০০ টাকা

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৩: ০৩
পেঁয়াজের দাম মণপ্রতি কমেছে ৪০০ টাকা

আমদানির খবরে ফরিদপুরে এক দিনের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৪০০ টাকা পর্যন্ত। গত রবি ও সোমবার ফরিদপুরের বিভিন্ন বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয় ১৬০০ থেকে ১৭০০ টাকায়। সেই পেঁয়াজ গতকাল মঙ্গলবার বিক্রি হয় সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায়।

তবে হঠাৎ করে দাম কমায় ক্ষতির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন কৃষকেরা।

জানা গেছে, ফরিদপুরে চলতি বছর ৪১ হাজার হেক্টরে প্রায় ৬ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। যা দেশের মোট উৎপাদনের ২০ শতাংশ। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজ সরবরাহ হয়। তবে গতকাল জেলার বিভিন্ন বাজারে হঠাৎই পেঁয়াজের দাম ৪০০ টাকা পর্যন্ত কমে যায়।

সরেজমিনে মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুর ও নালের মোড় বাজারে গিয়ে দেখা গেছে, এলসি খুলে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির খবরের একদিনের ব্যবধানে পেঁয়াজের দর কমে গেছে। গত সোমবার পেঁয়াজ বিক্রয় হয় ১ হাজার ৬০০–১ হাজার ৭০০ টাকা মণ। কিন্তু গতকাল মঙ্গলবার তা সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায় বিক্রয় হয়।

নালের মোড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মহাসিন রোজ বলেন, ‘গতকাল (সোমবার) পর্যন্ত আমরা মণপ্রতি কিনেছি ১ হাজার ৭০০ টাকায়। আজ (মঙ্গলবার) দর দাঁড়িয়েছে ১ হাজার ২০০ টাকায়।’

কানাইপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ‘পেঁয়াজ আমদানি আরও কিছুদিন পরে করলে ভালো হতো। দাম কমে যাওয়ায় ব্যবসায়ী ও কৃষক উভয়ই ক্ষতির মুখে পড়ল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত