নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
নবীনগর পৌর এলাকার আলামনগরে বিকল্প সড়ক নির্মাণ না করেই জনগুরুত্বপূর্ণ সেতু ভেঙে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ১০ গ্রামের কয়েক হাজার চরম বিপাকে পড়েছেন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর উত্তর সড়কের সেতুটি নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগের অধীনে দরপত্র আহ্বান করা হয়। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮ লাখ টাকা। সেতুটি নির্মাণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ।
দুই মাস আগে সেতুটির নির্মাণের দায়িত্ব পাওয়ার পর ঠিকাদার লোকমান হোসেন চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণ না করেই সেতুটি ভেঙে ফেলেন। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার লাপাং, নবীপুর, চরলাপাং, চিত্রসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন এই সেতু দিয়ে। বিকল্প সড়ক নির্মাণ না করায় বিপাকে পড়েছেন তাঁরা। তাঁদের অনেক দূর দিয়ে ঘুরে যাতায়াত করতে হয়।
নুরে আলম নামে এক ব্যক্তি বলেন, ‘বিকল্প সড়ক না করায় যাতায়াতে অনেক কষ্ট করতে হচ্ছে। সব জায়গায় দেখি নতুন সেতু নির্মাণ করলে বিকল্প সড়ক করা হয়। আমাদের সেতুর কাজও হয় না সেতুর বিকল্প সড়কও হয় না।’
এ বিষয়ে ঠিকাদার লোকমান হোসেন বলেন, ‘সেতু নির্মাণের জন্য সেতুটির এক মাথায় আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার বিপরীত দিকে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জায়গা। ব্যক্তি মালিকানাধীন জায়গায় একটি টিনশেড ঘরও রয়েছে। সে জায়গা থেকে ঘর সরিয়ে না নিলে বা তারা বাধা দিলে আমরা সেতুর কাজ শুরু করব কীভাবে। স্থানীয় মেয়র এই বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন।’
নবীনগর উপজেলা প্রকৌশলী মো. ইসতিয়াক হাসান বলেন, ‘আমি যখন যোগদান করেছি তখন এই সেতুটি ভাঙা অবস্থায় পেয়েছি। বিকল্প সড়ক তৈরি না করে সেতু ভাঙার নিয়ম নেই, সে জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছি। দ্রুতই সেতুটির কাজ শুরু করার কথা, তবে স্থানীয়দের কিছু সমস্যা থাকায় কাজটি শুরু করা হয়নি।’
নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস বলেন, আলমনগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আলমনগর উত্তর সড়কের সেতুটি নির্মাণের অনুমোদন দেয় সরকার। আশা করি, অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করবেন ঠিকাদার। আর বিকল্প সড়কের কাজ দুদিনের মধ্যেই শুরু করা হবে।
নবীনগর পৌর এলাকার আলামনগরে বিকল্প সড়ক নির্মাণ না করেই জনগুরুত্বপূর্ণ সেতু ভেঙে ফেলেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ১০ গ্রামের কয়েক হাজার চরম বিপাকে পড়েছেন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর উত্তর সড়কের সেতুটি নির্মাণের জন্য স্থানীয় সরকার বিভাগের অধীনে দরপত্র আহ্বান করা হয়। নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮ লাখ টাকা। সেতুটি নির্মাণের কাজ পায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ।
দুই মাস আগে সেতুটির নির্মাণের দায়িত্ব পাওয়ার পর ঠিকাদার লোকমান হোসেন চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণ না করেই সেতুটি ভেঙে ফেলেন। স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার লাপাং, নবীপুর, চরলাপাং, চিত্রসহ ১০ গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন এই সেতু দিয়ে। বিকল্প সড়ক নির্মাণ না করায় বিপাকে পড়েছেন তাঁরা। তাঁদের অনেক দূর দিয়ে ঘুরে যাতায়াত করতে হয়।
নুরে আলম নামে এক ব্যক্তি বলেন, ‘বিকল্প সড়ক না করায় যাতায়াতে অনেক কষ্ট করতে হচ্ছে। সব জায়গায় দেখি নতুন সেতু নির্মাণ করলে বিকল্প সড়ক করা হয়। আমাদের সেতুর কাজও হয় না সেতুর বিকল্প সড়কও হয় না।’
এ বিষয়ে ঠিকাদার লোকমান হোসেন বলেন, ‘সেতু নির্মাণের জন্য সেতুটির এক মাথায় আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তার বিপরীত দিকে রয়েছে ব্যক্তিমালিকানাধীন জায়গা। ব্যক্তি মালিকানাধীন জায়গায় একটি টিনশেড ঘরও রয়েছে। সে জায়গা থেকে ঘর সরিয়ে না নিলে বা তারা বাধা দিলে আমরা সেতুর কাজ শুরু করব কীভাবে। স্থানীয় মেয়র এই বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন।’
নবীনগর উপজেলা প্রকৌশলী মো. ইসতিয়াক হাসান বলেন, ‘আমি যখন যোগদান করেছি তখন এই সেতুটি ভাঙা অবস্থায় পেয়েছি। বিকল্প সড়ক তৈরি না করে সেতু ভাঙার নিয়ম নেই, সে জন্য ঠিকাদারকে চিঠি দিয়েছি। দ্রুতই সেতুটির কাজ শুরু করার কথা, তবে স্থানীয়দের কিছু সমস্যা থাকায় কাজটি শুরু করা হয়নি।’
নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস বলেন, আলমনগরবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আলমনগর উত্তর সড়কের সেতুটি নির্মাণের অনুমোদন দেয় সরকার। আশা করি, অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু করবেন ঠিকাদার। আর বিকল্প সড়কের কাজ দুদিনের মধ্যেই শুরু করা হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
২ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
২ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
২ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫