Ajker Patrika

তাঁতবস্ত্র মেলায় তাঁতই নেই, ক্ষোভ দর্শনার্থীদের

মৌলভীবাজার প্রতিনিধি
তাঁতবস্ত্র মেলায় তাঁতই  নেই, ক্ষোভ দর্শনার্থীদের

তাঁতবস্ত্র মেলায় নেই তাঁতের কাপড়ের স্টল। নেই রাজশাহীর রেশম কিংবা স্থানীয় মণিপুরী তাঁতের কোনো স্টলও। এ ছাড়া অনেক স্টল ফাঁকা রেখেই মৌলভীবাজারে শুরু হয়েছে তাঁতবস্ত্র মেলা। কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে প্রথম দিনেই ক্ষোভ প্রকাশ করেছেন আগতরা।

গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের পাশে মাসব্যাপী তাঁতবস্ত্র শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। দুপুরে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ বলেন, ‘তাঁত শিল্প আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। এই মেলা যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে, সেই লক্ষ্য যেন বাস্তবায়ন হয়।’
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ আখতার বলেন, ‘আমি মেলা ঘুরে কিছুটা হতাশ হয়েছি। এখানে আমাদের রাজশাহী সিল্কের কোনো স্টল দেখলাম না। কিংবা স্থানীয় মণিপুরী তাঁতেরও কিন্তু কোনো কিছুই দেখলাম না।’

মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রমুখ।

উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রি এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউভার্স প্রোডাক্ট অ্যান্ড ম্যানু. বিজনেস অ্যাসোসিয়েশন এই মেলার আয়োজন করেছে। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের একাংশ জুড়ে ৭০টি স্টল নিয়ে মাসব্যাপী এই মেলা চলবে।

স্থানীয় বাসিন্দা নুরে জান্নাত বলেন, তাঁতবস্ত্র মেলায় নেই তাঁত, ফাঁকা অনেক স্টল। একটি স্টলে বিভিন্ন ধরনের শাড়ি থাকলেও খেলনা, জুতা ও খাবারের স্টলই বেশি।

কলেজশিক্ষার্থী সুমাইয়া আফরিন বলেন, ‘এখানে যে দোকানগুলো এসেছে, এগুলো আমরা স্থানীয়ভাবে পেয়ে যাই। কিন্তু রাজশাহীর যে রেশমি কাপড় আছে কিংবা মণিপুরি তাত আছে সেগুলো আমরা কিন্তু পাই না। মেলায় এসে দেখলাম কিছু টুকটাক খাবারের দোকান। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে মেলা বসার কথা সেটা কিন্তু হচ্ছে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত