Ajker Patrika

তাঁরা ফিরলেন লাশ হয়ে

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১১: ৩২
তাঁরা ফিরলেন লাশ হয়ে

কুমিল্লার দেবিদ্বারের নুরপুরে বাবার বাড়িতে অসুস্থ ভাইকে দেখতে গিয়েছিলেন রুমি আক্তার (৪২)। সঙ্গে ছিলেন তাঁর স্বামী আবু সাঈদ চৌধুরী (৫০)। যাওয়ার সময় দুপুর দুটায় ছোট ছেলে হাবিবুর রহমানকে (৮) স্থানীয় একটি মাদ্রাসায় দিয়ে যান। রাত ৯টায় ছেলের মাদ্রাসা ছুটি হবে। কথা দিয়েছিলেন এই সময়ের মধ্যেই চলে আসবেন তাঁরা।

ফিরে এসে তাকে মাদ্রাসা থেকে নিয়ে বাসায় যাবেন। সে জন্য বাসায় থাকা অন্য সন্তানদেরও তাঁরা সঙ্গে নেননি। সময়মতো বাবার বাড়ি থেকে রওনাও দেন দুজন। সন্তানদের দেওয়া কথামতো তাঁরা ফেরেন ঠিকই। তবে জীবিত নয়, লাশ হয়ে।

বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী স্বামী-স্ত্রী দুজনেই প্রাণ হারান। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটাজঙ্গল এলাকায় দুর্ঘটনার শিকার হন তাঁরা। গতকাল রোববার দুপুরে নিজ এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।

মৃত আবু সাঈদ চৌধুরীর আদর্শ সদর উপজেলার রত্নাবতী গ্রামের বাসিন্দা। তিনি কুমিল্লা সংবাদপত্র বিতরণ সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে যান।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কোম্পানীগঞ্জ অভিমুখী তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বুড়িচং উপজেলার কাটাজঙ্গল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি থাকা দুই আরোহী ঘটনাস্থলে নিহত হন।

নিহত আবু সাঈদ চৌধুরীর মেয়ে সানজিদা চৌধুরী জানান, গত শনিবার দুপুর দুটায় দেবীদ্বারের নুরপুরে তাঁর মা-বাবা নানার বাড়িতে গিয়েছিলেন অসুস্থ মামা সেলিমকে দেখতে। তাঁকে দেখে ফেরার পথে রাতে এ দুর্ঘটনা ঘটে।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে আসি এবং এ সময় দুটি গাড়িও আটক করে থানায় নিয়ে আসা হয়।’

এদিকে কুমিল্লা সংবাদপত্র বিতরণ সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন দৈনিক আজকের পত্রিকার সার্কুলেশন বিভাগের ব্যবস্থাপক জাকারিয়া মজুমদার, আজকের পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ, সংবাদপত্র পরিবেশক আতিকুর রহমান, কুমিল্লা সংবাদপত্র বিতরণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন, সহ-সভাপতি মো. আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল, হাবিবুর রহমান হাবিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত