Ajker Patrika

বিলম্বে আবাদ,পাকছে না আমন,আসছে বোরোর সময়

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৬: ৫২
বিলম্বে আবাদ,পাকছে না আমন,আসছে বোরোর সময়

চলতি বছর দুই দফা বন্যা আর টানা বৃষ্টির কারণে সুনামগঞ্জে আমন চাষাবাদ পিছিয়ে যায়। ফলে ধান পাকতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে এগিয়ে আসছে বোরো আবাদের সময়, এ অবস্থায় শঙ্কায় রয়েছেন কৃষকেরা। এদিকে বীজতলার ক্ষতি হওয়ায় পুনরায় চাষাবাদ করেননি অনেক কৃষক। এতে অনাবাদি রয়েছে বেশকিছু জমি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুনামগঞ্জ বোরো ফসলনির্ভর জেলা হলেও ছয় উপজেলার উঁচু জমিতে আমনের চাষাবাদ হয়ে থাকে। চলতি বছর মার্চ-এপ্রিল মাসে দুই দফা বন্যা হওয়ায় আমন চাষাবাদে বিলম্ব হয়েছে। ফলে বীজতলা তৈরি করতে হয়েছে বারবার।

কৃষকেরা জানান, বীজতলার ক্ষতি হওয়ায় অনেক কৃষকই পুনরায় চাষাবাদ করেননি। এ কারণে জেলার কিছু জমি অনাবাদি রয়ে গেছে। আমন চাষ বিলম্বিত হওয়ার কারণে ধান পাকতেও দেরি হচ্ছে। অন্যান্য বছর এই সময়ে পুরোদমে আমন কাটা শুরু হয়ে যায়। কিন্তু এ বছর বিলম্বিত চাষাবাদের কারণে এখনো ধানে থোড় আসেনি।

অন্যদিকে নভেম্বর মাসের শুরু থেকেই হাওরবেষ্টিত এ জেলার প্রধান ফসল বোরোর বীজতলা তৈরির কাজ শুরু হবে। সব মিলিয়ে কৃষকেরা আছেন দুশ্চিন্তায়। একদিকে এখনো আমন ঘরে তুলতে পারেনি, অন্যদিকে এগিয়ে আসছে বোরো আবাদের সময়।

জেলা সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বড়ঘাট গ্রামের আমন চাষি বরতক আলী বলেন, ‘এ বছর আমরা দুবার বন্যার কবলে পড়েছি। আমনের বীজতলা নষ্ট হয়েছে। তবুও ধারদেনা কইরা নতুন কইরা চাষ করছি। সময় পার হইয়া যাইতাছে, ধান পাতকাছে না। এ নিয়া আমরা খুব দুশ্চিন্তায় আছি।’

বিশ্বম্ভরপুর উপজেলার জনতাবাজার এলাকার কৃষক গোবিন্দ দাস বলেন, এবারের মতো আর কোনো সময় আমন ধান পাকতে দেরি হয়নি। এর মধ্যেই বোরো চাষ করতাম। তবে বিলম্ব হলেও আমনের এবার ভালো ফলন হয়েছে, তাতেই খুশি অনেক কৃষক।

সদর উপজেলার লালপুর গ্রামের আব্বাস হোসেন বলেন, ‘এবারের বন্যায় আমনের অনেক ক্ষতি হইছে। তবে ধানের ফলন ভালো হবে বলে মনে হচ্ছে।’

কদিনের মাত্রাতিরিক্ত দাবদাহে আমনের খেতে কোথাও কোথাও দেখা দিয়েছে পোকার আক্রমণ। এ নিয়েও কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। চলতি বছর সুনামগঞ্জে ৮১ হাজার হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছে।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ফরিদুল হাসান বলেন, এবার বন্যায় আমন ধান পাকতে বিলম্ব হলেও লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না। আর ধানে পোকার আক্রমণ নিয়ে তিনি বলেন, পোকার আক্রমণ ছিল। তবে বৃষ্টি হওয়ায় পোকা আর নেই। কৃষকদের আমরা পোকা ধমনের পরামর্শ দিচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত