Ajker Patrika

মশা দেখে কর্তৃপক্ষকে দুষলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১০: ১৬
মশা দেখে কর্তৃপক্ষকে দুষলেন মেয়র

বৃহস্পতিবার সকাল আটটা। ঘন কুয়াশার চাদরে তখনো চারদিক ঢাকা। এমন ভোরে ঝটিকা সফরে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে হাজির হন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সেখানে গিয়ে দেখেন, গার্ডেনের পুকুরটি কচুরিপানায় ভরা। এ যেন মশার অভয়ারণ্য। এরপর কর্তৃপক্ষকে আগামী সাত দিনের মধ্যে পুকুরের কচুরিপানা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন তিনি।

নানা অনিয়মের কারণে গার্ডেন কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করেন ডিএনসিসির মেয়র। ঘটনাস্থল থেকেই বিশেষ নির্দেশনার কথা ফোন করে জানিয়ে দেন গার্ডেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে। পুকুর পরিষ্কার করা না হলে জরিমানার হুঁশিয়ারিও দেন মেয়র আতিক। তিনি বলেন, ‘আমি কোনো এলাকায় কাউকে জানিয়ে যাব না। এভাবে ঝটিকা সফর করব। জানিয়ে গেলে সবাই সতর্ক হয়ে যায়। আমি সাত দিন পরে আবারও এই এলাকায় আসব। তখনো যদি এখানে কচুরিপানা দেখতে পাই, তবে ব্যবস্থা নেওয়া হবে।’

পরে ঝটিকা অভিযানে মেয়র মিরপুরের হেমায়েত উদ্দীন বীর বিক্রম রোডে বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে ফেলেন। দখলমুক্ত করেন ফুটপাত। অবৈধভাবে গড়ে ওঠা রাইনখোলা বাজারটিও গুঁড়িয়ে দেওয়া হয় মেয়রের নির্দেশে।

ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান চলবে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমি বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব। যেখানে অনিয়ম দেখব, তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আমরা সবাই মিলে সুন্দর শহর গড়তে চাই।’

ডিএনসিসির মেয়র আরও বলেন, ‘কেউ কেউ জানিয়েছে, ফুটপাত দখলের সঙ্গে কাউন্সিলর, স্থানীয় রাজনৈতিক নেতা ও পুলিশ জড়িত। কিন্তু আমাদের উচ্ছেদ অভিযানে সবাই সহযোগিতা করেছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তফাজ্জল হোসেন টেনু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল কাসেম মোল্লা আকাশ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত