Ajker Patrika

এবারের ইউপি ভোট হবে দৃষ্টান্ত

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৬: ৫৭
এবারের ইউপি ভোট হবে দৃষ্টান্ত

খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রোল মডেল সৃষ্টি করা হবে। এবার তেরখাদার নির্বাচন হবে জেলার একটা উদাহরণ। কেউ যদি সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি গতকাল সোমবার বেলা ১২টায় তেরখাদা উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রি কলেজের হলরুমে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার ৬টি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা ও আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন হলো একটি উৎসব। স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

নির্বাচনে প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটি হতে হবে পরিচ্ছন্ন, মারামারি এবং বিশৃঙ্খলা মুক্ত। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাসহ সব পক্ষ চায় একটি সুষ্ঠু নির্বাচন। সরকারের কঠোর নির্দেশনা রয়েছে নিরপেক্ষ নির্বাচন করার। অতএব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে আমরা রেফারির ভূমিকায় রয়েছি। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মর্যাদা অনেক বেশি। তাই কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নষ্ট করবেন না। নিজে অপকর্ম করে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করবেন না। আইন সবার জন্য সমান। নির্বাচনে যদি কেউ পেশিশক্তি ব্যবহার করার চেষ্টা করেন তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এস এম রাজু আহমেদ, থানার অফিসার ইনচার্জ ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, চিত্রা মহিলা কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রাজিবুল হাসান।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী এফ এম অহিদুজ্জামান, কে এম আলমগীর হোসেন, শেখ মো. মহসীন, কৃষ্ণ মেনন রায়, মো. আব্দুস শুকুর, স্বতন্ত্র প্রার্থী মোল্লা এমদাদুল হক, মো. বাদশা মল্লিক, কাজী কামাল, এজিএম বাছিতুল হাবিব প্রিন্স, শেখ জাহাঙ্গীর আলম, শরিফুল ইসলাম লিংকন মিনা, আইনজীবী আলমগীর শিকদার, আব্দুল্লাহ আল মেহেদি, কামরুজ্জামান অলিচ, মো. মঞ্জুরুল আলম, এস এম দীন ইসলামের প্রতিনিধি এস এম বায়জিদ ইসলামসহ ৬ ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সদস্য পদপ্রার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত