Ajker Patrika

ভাঙা সড়কে চার গ্রামের মানুষের দুর্ভোগ

আরিফুল হক তারেক, মুলাদী
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১০: ০৭
ভাঙা সড়কে চার গ্রামের মানুষের দুর্ভোগ

সিমেন্ট ও কংক্রিটের (সিসি) ঢালাই সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার গ্রামবাসী। উপজেলার হিরু মিয়া রাস্তার মোড় থেকে সোনামদ্দিন বন্দর পর্যন্ত সড়কের দুই কিলোমিটার খানাখন্দে ভরা। একই সঙ্গে গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্বাস বাড়ি পর্যন্ত সড়কটিও বেহাল। স্থানীয়রা বলছেন, সড়কটি নাম মাত্র সংস্কার করায় টেকসই হচ্ছে না। অল্প কিছু দিনের মধ্যেই তা ভেঙে যাচ্ছে। খানাখন্দ সৃষ্টি হচ্ছে। ফলে প্রায় দুর্ঘটনা ঘটছে।

এ দিক বরাদ্দ পেলে ভাঙা সড়কটি সংস্কার করা হবে বলে জানিয়েছেন উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী জিয়াউর রহমান। তিনি বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের চাহিদা মোতাবেক সড়কটি সংস্কারের জন্য জেলা নির্বাহী প্রকৌশলীর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ ও নির্দেশনা পেলে সংস্কার কাজ শুরু করা হবে।’

উপজেলার গাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্বাস বাড়ি পর্যন্ত এক কিলোমিটার ও হিরু মিয়া রাস্তার মোড় থেকে গলইভাঙা পর্যন্ত ২ কিলোমিটার সড়কে ঢালাই উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়ক দুটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে গাছুয়া ইউনিয়নের দক্ষিণ গাছুয়া, গলইভাঙা, চরকালেখান, লক্ষ্মীপুর গ্রামের কয়েক মানুষের পড়েছেন ভোগান্তিতে।

চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপ্লব হোসেন খান বলেন, ‘দক্ষিণ গাছুয়া গ্রামের এই দুইটি সড়ক দিয়ে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। সড়ক চলাচলের অনুপযোগী হওয়ার শিক্ষার্থীদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ছাড়া ব্যবসায়ীদের মালামাল পরিবহনেও নানা বিড়ম্বনায় পড়তে হয়। সড়ক সংস্কার না হওয়া প্রায় দুর্ঘটনা ঘটে।’

গলইভাঙা বাজারের ব্যবসায়ী দুলাল সরদার বলেন, ‘হিরু মিয়া রাস্তার মোড় থেকে গলইভাঙা পর্যন্ত সড়কটি অনেক আগে সংস্কার করা হয়েছে। রড, সিমেন্ট ও কংক্রিট দিয়ে (আরসিসি) ঢালাই দেওয়ার কথা থাকলেও নাম মাত্র রড দিয়ে সংস্কার করা হয়। ফলে অল্প দিনেই ভেঙে গেছে। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের কষ্ট করে যাতায়াত করতে হয়। দ্রুত সড়ক দুটি সংস্কার করা প্রয়োজন।’

চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার জানান, ‘সড়ক দুটির বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংস্কারে জন্য উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরে (এলজিইডি) চাহিদা দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত