Ajker Patrika

২৪ নারী পেলেন জয়িতা সম্মাননা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
২৪ নারী পেলেন জয়িতা সম্মাননা

যশোরের সাত উপজেলার ২৪ নারী এ বছর জয়িতা সম্মাননা পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে তাঁদের এ সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে।

মনিরামপুর: মনিরামপুর উপজেলা থেকে জয়িতা সম্মাননা পেয়েছেন শ্যামলী সরকার, দিলরুবা আক্তার, জলি আক্তার, নাজমা খাতুন ও নিপান্বিতা বিশ্বাস।

ঝিকরগাছা: ঝিকরগাছা উপজেলা থেকে জয়িতা সম্মাননা পেয়েছেন নাসরিন সুলতানা, সেলিনা বেগম ও রাশিদা বেগম।

কেশবপুর: কেশবপুর থেকে শাহিদা খাতুন, আনজুমান আরা, সুরাইয়া খান শিখা, তন্দ্রা দত্ত, সুফিয়া পারভিন শিখার হাতে জয়িতা সম্মাননা তুলে দেওয়া হয়।

বাঘারপাড়া: এ উপজেলার কুলসুম বিবি, নারী নাসরীন আক্তার, নূর জাহান বেগম, বিউটি খাতুন ও মিরা পাঠক জয়িতা সম্মাননা পেয়েছেন।

অভয়নগর: অভয়নগর থেকে সাফিয়া খানম, রেহানা জামান, আকলিমা বেগম ও সাবিনা ইয়াছমিনকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।

চৌগাছা: আকলিমা খাতুন এবং সুফিয়া খাতুনকে জয়িতা সম্মাননা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত