Ajker Patrika

বাগেরহাটে সরকারি গাছ কাটার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৬: ৫৩
বাগেরহাটে সরকারি গাছ কাটার অভিযোগ

বাগেরহাটে নিয়মবহির্ভূতভাবে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। গত শুক্রবার কয়েক দফায় সদর উপজেলার উজলপুর ওয়াপদার রাস্তার দুই পাশে থাকা অর্জুন, শিরীষসহ বিভিন্ন প্রজাতির অন্তত ১৫টি গাছ কেটে নেয় স্থানীয় প্রভাবশালীরা।

স্থানীয়রা জানান, উজলপুরের পার্শ্ববর্তী সায়েবার গ্রামের ইজাবুল মোড়ল (৫২) এবং পলাশ মাঝি (৩৫) কয়েকজন শ্রমিক নিয়ে রাস্তার দুই পাশে থাকা সরকারি গাছ কেটে নিয়ে যায়। তাঁদের মৌখিকভাবে বাধা দিলেও তা মানেননি। উল্টো নিজেদের সরকারি দলের লোক বলে স্থানীয়দের ভয় দেখিয়েছেন।

স্থানীয় বনায়ন রক্ষা কমিটির সদস্য জুলফিকার আলী, লিয়াকত আলী ও ইশারাত ডাক্তার বলেন, সবুজ বেষ্টনী সৃষ্টি ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সরকার বিনা মূল্যে গাছ দেয়। তাঁরা সেই গাছ রোপণ করেন। যত্ন করেন। রক্ষণাবেক্ষণের চেষ্টা করেন। কিন্তু প্রতি বছরই সরকারি রাস্তার এই গাছ একটি প্রভাবশালী চক্র কেটে নেয়। বাধা দিলেও তাঁরা মানেন না।

অভিযুক্ত ইজাবুল মোড়ল বলেন, তিনি কোনো গাছ কাটেননি। একটি গাছ তাঁর ঘেরের মধ্যে পড়েছিল। সেই গাছটি কেটেছিলেন। গাছটি সামাজিক বন বিভাগের কর্মকর্তা চিন্ময় মধু লোক পাঠিয়ে নিয়ে গেছেন।

সামাজিক বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। কোনো ব্যক্তি বিনা অণুমতিতে গাছ কাটলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত