Ajker Patrika

‘শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৮
‘শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক অগ্রগতি হচ্ছে’

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্র বিশ্বের বুকে আত্মপ্রকাশ করে। বর্তমানে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনৈতিক মুক্তি সাধিত হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, বেকারত্ব হ্রাস, কৃষিতে সফলতা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ অবকাঠামো উন্নয়নে বিপ্লব ঘটেছে। বিশেষ করে মহামারি করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে।

এ সময় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ, আসাদুজ্জামান চৌধুরী, সনি আক্তার সুচী, জেলা পরিষদ সদস্য সদস্য মো. আব্দুল হক, বোরহান উদ্দিন নসু, সনি আক্তার সুচী, নুরুন্নাহার বেগম, মো. বাবুল মিয়া, জহিরুল ইসলাম ভূইঁয়া ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে সহকারি প্রকৌশলী আবদুল হামিদ প্রমুখ।

এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত