Ajker Patrika

সিলেটে তিন পক্ষের সংঘর্ষ, বাস ভাঙচুর

সিলেট সংবাদদাতা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১: ২২
সিলেটে তিন পক্ষের সংঘর্ষ, বাস ভাঙচুর

সিলেট–সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্ট্যান্ডে সিএনজি অটোরিকশা, বাস–শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার সকালে অটোরিকশা যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এ সময় অটোরিকশা শ্রমিকেরা ১২টি বাস ভাঙচুর করেন।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে এক যাত্রীর কাছে অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া দাবি করেন। এ নিয়ে যাত্রী ও চালকের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় স্ট্যান্ডের বাসশ্রমিকেরা যাত্রীর পক্ষ নিয়ে অটোরিকশা চালকের প্রতি ক্ষিপ্ত হন। একপর্যায়ে কুমারগাঁও স্ট্যান্ডের বাস শ্রমিকেরা অটোরিকশাচালক ও যাত্রীদের মারধর করছে বলে খবর ছড়িয়ে পড়ে। এ খবর ছড়িয়ে পড়তেই আশপাশে উত্তেজনা দেখা দেয়। পরে অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতা–কর্মী এবং স্থানীয় বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে বাসস্ট্যান্ডে হামলা করেন। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ১২টি বাস ভাঙচুর করা হয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, সংঘর্ষের খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত