Ajker Patrika

হামলার মামলায় আটক ১৩

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৭: ৫৬
হামলার মামলায় আটক ১৩

সাতক্ষীরার দেবহাটার কুলিয়ায় নির্বাচনে পরাজিত ইউপি সদস্যের সমর্থকদের হুমকি ও বসতবাড়িতে হামলার অভিযোগে করা মামলায় ১৩ জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার ১৩ জনকে অভিযুক্ত করে পরাজিত কুলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী শাহানুজ্জামান রিপন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য গোলাম রব্বানির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী শাহানুজ্জামান রিপন পরাজিত হন। পরে তাঁর কর্মী সমার্থকদের হুমকি ও বাড়িতে হামলা চালানোর অভিযোগ করেন। পুলিশ বিষয়টি তদন্ত পরবর্তী অভিযুক্তদের আটক করে।

এদিকে, গতকাল মঙ্গলবার আটক করা আসামিদের জেলা আদালতে পাঠায় দেবহাটা থানা-পুলিশ। অপরদিকে এ ঘটনায় গত সোমবার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আছাদুল হককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দেবহাটা থানায় নিয়ে আসা হয়। পরে ওই রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আছাদুল হক অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, কুলিয়া ইউনিয়নে পরাজিত ইউপি সদস্যর সমর্থকদের হুমকি ও বসতবাড়িতে হামলার অভিযোগে করা মামলায় ১৩ জনকে আটক করা হয়েছে। আটক আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত