Ajker Patrika

খুলনায় টিকা পেলেন ১৫ লাখ মানুষ

খুলনা প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৩: ৩০
খুলনায় টিকা পেলেন ১৫ লাখ মানুষ

খুলনা জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেছেন, এ পর্যন্ত জেলায় প্রায় ১৫ লাখ মানুষকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। পাঁচ লাখ মানুষকে দ্বিতীয় ডোজের আওতায় আনা হয়েছে। শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ চলমান রয়েছে।

গতকাল রোববার দুপুরে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন। তিনি ওমিক্রন প্রতিরোধে সবাইকে মাস্ক পরার অনুরোধ জানান। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সংস্কার করার অনুরোধ জানান। তিনি বলেন, ৫২২টি খাল ভরাট হয়ে গেছে। এগুলো খনন করা হলে কৃষিক্ষেত্রে মিঠাপানি সরবরাহ করা সম্ভব হবে। জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত সব সংস্কারযোগ্য বাঁধ ও পোল্ডার দ্রুত মেরামত করতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন।

সভায় খুলনা ওয়াসার প্রতিনিধি জানান, পানিশোধন প্রকল্পের আওতায় মধুমতি নদীর পানি পরিশোধনের মাধ্যমে বর্তমানে খুলনা শহরে ১ থেকে ৩১ নম্বর ওয়ার্ডের সব এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে।

সমাজসেবা দপ্তরের উপপরিচালক খান মোতাহার হোসেন জানান, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সব সেবা অনলাইনে দেওয়া হচ্ছে। খুলনা জেলায় এ পর্যন্ত অনলাইনে প্রায় ৫৭ হাজার আবেদন পড়েছে। এর মধ্যে ভাতা বরাদ্দ পাওয়া গেছে ৪৬ হাজার। সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন ভাতার অর্থ মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে দেওয়া হচ্ছে।

নিরাপদ খাদ্য দপ্তরের প্রতিনিধি বলেন, খুলনা জেলা ও সিটি করপোরেশন এলাকায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে খাদ্যসংশ্লিষ্ট ৮০ জনকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

সভাপতি মাদকের বিস্তার রোধে উপজেলা পর্যায়েও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সঠিক মান বজায় রেখে উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন জেলা প্রশাসক। তিনি সব দপ্তরে ই-নথি প্রচলন ও ওয়েব পোর্টালগুলো হালনাগাদ করার নির্দেশনা দেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রধান ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত