Ajker Patrika

যুদ্ধে হারিয়ে যাওয়া ইউক্রেনীয় অ্যাথলেটরা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৩
যুদ্ধে হারিয়ে যাওয়া ইউক্রেনীয় অ্যাথলেটরা

ইউক্রেনে রুশ সেনাদের হামলার এক বছর হয়ে গেল। বিভিন্ন নিষেধাজ্ঞা এলেও এখনো যুদ্ধ থামায়নি রাশিয়া।

দুই রাষ্ট্রের দীর্ঘসময়ের স্নায়ু উত্তেজনা যুদ্ধে রূপ নেয় গত বছরের ২৪ ফেব্রুয়ারি। ইউক্রেনে ঢুকে হামলা চালায় রুশরা। জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পাশের দেশে আশ্রয় নেয় লাখ লাখ ইউক্রেনীয়। যুদ্ধে জীবন হারিয়েছেন অসংখ্য মানুষ।

তবে দেশমাতৃকা রক্ষায় সাধারণ লোকজনের পাশাপাশি ভাসিলি লোমাশেঙ্কো ও ওলেকসান্দর উজিকের মতো সুপারস্টার বক্সার ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। রুশ হামলার এক বছর উপলক্ষে যুদ্ধে হারিয়ে যাওয়া ইউক্রেনীয় ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়ে গত পরশু এক প্রতিবেদন প্রকাশ করে বিবিসি।

ইউক্রেনীয় সরকারের প্রতিবেদন অনুযায়ী, ২৩০ জনেরও বেশি অ্যাথলেট, প্রশিক্ষক, সাপোর্ট স্টাফ রুশ হামলায় মারা গেছেন। ১৫ জন মারাত্মকভাবে আহত, ২৮ জন আটক এবং ৪ জন নিখোঁজ। এই ক্ষতি দেশটির যুব ও ক্রীড়ামন্ত্রী ভাদিম গুতজেইত দেখছেন ‘অব্যক্ত ব্যথা’ হিসেবে। রাশিয়ার উদ্দেশ্যে তাঁর বক্তব্য, ‘আমরা ক্ষমা করব না। আমরা ভুলে যাব না।’ যুদ্ধে ইউক্রেন অনেক অ্যাথলেট হারিয়েছে। এর মধ্যে বিশ্ব ক্রীড়াঙ্গনে পরিচিতি ছয় অ্যাথলেটকে  নিয়ে বিশেষ আয়োজন করেছে বিবিসি।

দিমিত্র সারবিন (আমেরিকান ফুটবল)
‘সে দুর্দান্ত একজন অ্যাথলেট’, সারবিনকে নিয়ে এই মূল্যায়ন বন্ধু চেরেপিভস্কির। আমেরিকান ফুটবলের এই দুই তারকা খেলতেন কিয়েভ ক্যাপিটালসে। ৪৯ বছর বয়সী সারবিন ছিলেন লিগের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। কিয়েভ ক্যাপিটালস গত অক্টোবরে সারবিনের মৃত্যুসংবাদ দেয়। 

ওলেকসান্দর সুখেনকো (ফুটবল) 
যুদ্ধে জড়িয়ে পড়ার সময় সুখেনকো কুদ্রিভকা এফসিতে খেলতেন সেন্টার-ফরোয়ার্ড হিসেবে। গত ৪ এপ্রিল সুখেনকোর বোন এলেনা তাঁর ভাইয়ের মৃত্যুসংবাদ দেন।

ওলেহ লেনিউক (ওরিয়েন্টিরিং)
দলীয় খেলা ওরিয়েন্টিরিংয়ে বেশ পরিচিত মুখ ছিলেন লেনিউকের। মাত্র ১৫ বছর বয়সে তাঁর চেয়ে বড় প্রতিযোগীদের হারিয়ে আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। রুশ হামলার প্রথম দিনে তিনি মনস্থির করেন যুদ্ধে যাওয়ার। লেনিউক মাত্র ২৩ বছর বয়সে গত মে মাসে খারকিভে যুদ্ধে নিহত হন। 

ইভহেন ওবেদিনস্কি (ওয়াটার পোলো)
ইউক্রেনের জাতীয় ওয়াটার পোলো দল ও ক্লাব মারিওপোলকে লম্বা সময় নেতৃত্ব দিয়েছেন ওবেদিনস্কি। গত বছরের ১৭ মার্চ মারিওপোলে রাশিয়ানরা বোমা হামলা করলে মারা যান ৩৯ বছর বয়সী তারকা। 

মাকসিম ইয়ালোভস্তভ (রাগবি-রেসলিং)
রাগবিতে ক্লাব কিয়েভে খেলা ইয়ালোভস্তভ রুশ সেনাবাহিনীর বিপক্ষে সম্মুখযুদ্ধে অংশ নেন। গত অক্টোবরে মারা যান তিনি। ৩২ বছর বয়সী এই তারকার অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জানাতে উপস্থিত হন অসংখ্য মানুষ। 

দিমিত্র সিডোরাক (আর্চারি)
‘দিমা’ নামে পরিচিত দিমিত্রির ভালোবাসা ছিল আর্চারিজুড়ে। রুশ সৈন্যরা হামলা চালালে যুদ্ধে যোগ দেন তিনি। গত ৫ এপ্রিল তাঁর গাড়িতে মর্টার মাইন আঘাত হানে। মারা যান দিমিত্রসহ আরও দুই সৈন্য। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত