Ajker Patrika

ভিজিএফের চাল পাচ্ছে ১৩ হাজার পরিবার

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১১: ০৮
ভিজিএফের চাল পাচ্ছে ১৩ হাজার পরিবার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফের চাল পাচ্ছে ১৩ হাজার ৪০০ পরিবার। আজ বুধবার সকাল থেকে বোরহানউদ্দিন পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ চাল বিতরণ শুরু হবে বলে জানা গেছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ হাজার ৪০০টি পরিবারের মধ্যে পৌরসভায় ৪ হাজার ৬২১টি পরিবার, গঙ্গাপুর ইউনিয়নে ১১২, সাচড়া ইউনিয়নে ৮২৭, কাচিয়া ইউনিয়নে ১ হাজার ৪৩৩, পক্ষিয়া ইউনিয়নে এক হাজার, বড় মানিকা ইউনিয়নে ১ হাজার ৫৭০, কুতবা ইউনিয়নে ৯৪৬, হাসানগর ইউনিয়নে ৬৩০ এবং টগবী ইউনিয়নে ১ হাজার ৩৪৮টি পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নে এক হাজার পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদার।

পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন, ‘অসহায় ও দুস্থ পরিবারের কথা বিবেচনা করে প্রতিবছরই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন সহায়তা দেওয়া হয়। এবার ভিজিএফের চাল খাদ্য সহায়তা হিসেবে উপহার দিয়েছে সরকার। পৌর সভা এলাকায় যাচাই-বাছাই করে শুধু অসহায় পরিবারকে এ সহায়তা দেওয়া হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত