Ajker Patrika

ট্রেন এক কিলোমিটার টেনে নিল ইজিবাইক চালকের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ২৭
ট্রেন এক কিলোমিটার টেনে নিল ইজিবাইক চালকের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা সোয়া ১১টার দিকে রায়পুরা উপজেলার খানাবাড়ি রেলস্টেশনের রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. আমানুল্লাহ (২৫)। তিনি রায়পুরার উত্তর মির্জানগর গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি খানাবাড়ি রেলস্টেশনের আউটার-সংলগ্ন রেলক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। ওই সময় আমানুল্লাহ ইজিবাইক নিয়ে অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন। ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে ট্রেনটি থেমে যায়। এতে ব্যাটারিচালিত ওই ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত আমানুল্লাহকে স্থানীয় লোকজন উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল রেল যোগাযোগ।

আমিনুল ইসলাম খান নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই ইজিবাইকে চালক ছাড়া আর কেউ ছিল না। ইজিবাইকের পেছনে বাধা ছিল ধানভানার একটি মেশিন। ওই চালক যখন তাঁর ইজিবাইক নিয়ে রেলক্রসিংটি পার হচ্ছিলেন, তখনই উপকূল এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়।’

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমায়েদুল জাহেদী বলেন, ‘ট্রেনটি খানাবাড়ির অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত