নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্যসেবায় আবার সরকারের সমালোচনায় মুখর হলেন বিরোধীদলীয় সাংসদেরা। গতকাল বুধবার স্বাস্থ্যবিষয়ক তিনটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা চিকিৎসকদের রাজনীতি, বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা, ঢালাও বেসরকারি মেডিকেলের অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন। যদিও সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এসব সমালোচনা তাঁকে শক্তিশালী করে।
চিকিৎসকদের রাজনীতি প্রসঙ্গে জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, চিকিৎসকেরা রাজনীতিতে যোগ দিয়ে দিচ্ছেন। গতকাল মেডিকেল কলেজ অর্ডিন্যান্স-২০২১-এর ওপর যাচাই-বাছাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বদরুদ্দোজা চৌধুরী বিএনপির সময়ে ড্যাব বানিয়েছিলেন। আওয়ামী লীগ বানিয়েছে স্বাচিপ। চিকিৎসকেরা এখন সবাই বিভক্ত হয়ে গেছেন। যখন যে দল ক্ষমতায় আসে, সে দলের চিকিৎসকেরা তখন প্রভাব বিস্তার করেন। তিনি বলেন, ‘কোথায় কে কখন বদলি হবে, কোথায় কাকে পদোন্নতি দেবে, কে পাস করবে, কাকে ফেল করাবে এটা নিয়েই তারা ব্যস্ত থাকে। অথচ চিকিৎসকদের মূল কাজ হচ্ছে মানুষের সেবা করা। তা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে।’
আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, ‘দেশ ৫০ বছর অতিক্রম করেছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে কোনো পার্থক্য করতে পারিনি। যাঁরা আজকে সরকারি হাসপাতালে কর্মরত, তাঁরাই বেসরকারি হাসপাতালের ব্যবসা করছেন।’ তিনি বলেন, এত বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে, এগুলো কি মানসম্মত? বেসরকারি মেডিকেল কলেজ থেকে যাঁরা পাস করছেন, তাঁরা কজন বিসিএসে টিকছেন?
বিএনপির আরেক সাংসদ রুমিন ফারহানা বলেন, `কয়েক দিন আগে বা কয়েক মাস আগে একটা বিজ্ঞাপন ছেপেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি দাবি করেছিলেন, টিকা কেনা হয়েছে ৩ হাজার টাকা করে। সেখানে উপহারের টিকা যদি আমরা যুক্ত করি, তাহলে সেটা ৩ হাজার টাকা হয়। যদি উপহারের টিকা বাদ দিই, তাহলে সেই সময় যে সামান্য টিকা ছিল তার মূল্য দাঁড়ায় ১৬ হাজার টাকা প্রতি টিকা। আজকে উনি যে পরিসংখ্যান দিলেন, সেটা ওই ধরনের কি না?’
রুমিন বলেন, এই দেশের স্বাস্থ্যব্যবস্থা সরকার ধীরে ধীরে বেসরকারি খাতে এমনভাবে দিচ্ছে যে চট্টগ্রামে সিআরবি নামে যে জায়গাটি আছে, যেটিকে চট্টগ্রামের অক্সিজেন বলা হয়, সেটাও নাকি এখন বেসরকারি হাসপাতাল করার জন্য বরাদ্দ দেওয়া হবে। রেলওয়ের জায়গা বলতে তো কিছু নেই সবই রাষ্ট্রীয় জায়গা, এই রাষ্ট্রীয় জায়গা বেসরকারি খাতে তুলে দেওয়া অত্যন্ত দুঃখজনক।
বিএনপির সাংসদ মোশারফ হোসেন বলেন, বেসরকারি হাসপাতালগুলো যেভাবে কিছু মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে টাকা রোজগারের পথ খুলে দিয়েছে, তাতে মানুষগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে। জাতীয় পার্টির সাংদ মুজিবুল হক বলেন, ঢাকা শহরে ইউনাইটেড, ল্যাবএইডসহ বেসরকারি হাসপাতালে ১ লাখ, ২ লাখ, ১০ লাখ টাকা বিল করে লোকজনকে আটকে রাখে। তিনি বেসরকারি হাসপাতালের খরচ বেঁধে দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
পরে সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলো করোনার সেবা দিয়েছে। সেখানকার চিকিৎসা ফ্রি করার জন্য বৈঠক করছি। আশ করি, সেটার সমাধান হবে।’ সাংসদদের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি সমালোচনা পছন্দ করি। কারণ, এটা আমাকে শক্তিশালী করে। এই সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে।’ মন্ত্রী বলেন, ‘ওনারা বেশ এনার্জি দিয়ে চালিয়ে যাচ্ছেন। চালিয়ে যান, আমিও চালিয়ে যাব। কাজেই কোনো অসুবিধা হবে না। আপনারা দোষত্রুটি খুঁজে পাবেনই। সমুদ্রের মধ্যে দুই বালতি ময়লা ফেললে সমুদ্র নষ্ট হয়ে যাবে না, পানি নষ্ট হয়ে যাবে না।’
বিএনপির সাংসদদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, `আর্টারি ব্লকের সঙ্গে করোনার তুলনা করলেন, স্বাস্থ্যসেবার তুলনা করলেন। একটা হিসাব বের করলেন। একজন আইনজীবী এটা করতে পারেন কিন্তু একজন চিকিৎসক এটা করতে পারেন না।’ তিনি বলেন, ‘টিকা শুধু আমরা আনছি না। অতি দ্রুত আশ করি এই বাংলাদেশে টিকা নিজেরা তৈরি করতে পারব।’
ব্রিটিশ আমলের মেডিকেল ডিগ্রি ও মেডিকেল কলেজ-সংক্রান্ত দুটি আইন বাতিল করতে গতকাল সংসদে দুটি বিল কণ্ঠভোটে পাস হয়। এ ছাড়া ঢাকা শিশু হাসপাতালকে ইনস্টিটিউটে রূপান্তর করতে আরেকটি বিল পাস হয়।
স্বাস্থ্যসেবায় আবার সরকারের সমালোচনায় মুখর হলেন বিরোধীদলীয় সাংসদেরা। গতকাল বুধবার স্বাস্থ্যবিষয়ক তিনটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা চিকিৎসকদের রাজনীতি, বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা, ঢালাও বেসরকারি মেডিকেলের অনুমোদনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলেন। যদিও সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, এসব সমালোচনা তাঁকে শক্তিশালী করে।
চিকিৎসকদের রাজনীতি প্রসঙ্গে জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, চিকিৎসকেরা রাজনীতিতে যোগ দিয়ে দিচ্ছেন। গতকাল মেডিকেল কলেজ অর্ডিন্যান্স-২০২১-এর ওপর যাচাই-বাছাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বদরুদ্দোজা চৌধুরী বিএনপির সময়ে ড্যাব বানিয়েছিলেন। আওয়ামী লীগ বানিয়েছে স্বাচিপ। চিকিৎসকেরা এখন সবাই বিভক্ত হয়ে গেছেন। যখন যে দল ক্ষমতায় আসে, সে দলের চিকিৎসকেরা তখন প্রভাব বিস্তার করেন। তিনি বলেন, ‘কোথায় কে কখন বদলি হবে, কোথায় কাকে পদোন্নতি দেবে, কে পাস করবে, কাকে ফেল করাবে এটা নিয়েই তারা ব্যস্ত থাকে। অথচ চিকিৎসকদের মূল কাজ হচ্ছে মানুষের সেবা করা। তা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে।’
আলোচনায় অংশ নিয়ে বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, ‘দেশ ৫০ বছর অতিক্রম করেছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে কোনো পার্থক্য করতে পারিনি। যাঁরা আজকে সরকারি হাসপাতালে কর্মরত, তাঁরাই বেসরকারি হাসপাতালের ব্যবসা করছেন।’ তিনি বলেন, এত বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে, এগুলো কি মানসম্মত? বেসরকারি মেডিকেল কলেজ থেকে যাঁরা পাস করছেন, তাঁরা কজন বিসিএসে টিকছেন?
বিএনপির আরেক সাংসদ রুমিন ফারহানা বলেন, `কয়েক দিন আগে বা কয়েক মাস আগে একটা বিজ্ঞাপন ছেপেছিলেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি দাবি করেছিলেন, টিকা কেনা হয়েছে ৩ হাজার টাকা করে। সেখানে উপহারের টিকা যদি আমরা যুক্ত করি, তাহলে সেটা ৩ হাজার টাকা হয়। যদি উপহারের টিকা বাদ দিই, তাহলে সেই সময় যে সামান্য টিকা ছিল তার মূল্য দাঁড়ায় ১৬ হাজার টাকা প্রতি টিকা। আজকে উনি যে পরিসংখ্যান দিলেন, সেটা ওই ধরনের কি না?’
রুমিন বলেন, এই দেশের স্বাস্থ্যব্যবস্থা সরকার ধীরে ধীরে বেসরকারি খাতে এমনভাবে দিচ্ছে যে চট্টগ্রামে সিআরবি নামে যে জায়গাটি আছে, যেটিকে চট্টগ্রামের অক্সিজেন বলা হয়, সেটাও নাকি এখন বেসরকারি হাসপাতাল করার জন্য বরাদ্দ দেওয়া হবে। রেলওয়ের জায়গা বলতে তো কিছু নেই সবই রাষ্ট্রীয় জায়গা, এই রাষ্ট্রীয় জায়গা বেসরকারি খাতে তুলে দেওয়া অত্যন্ত দুঃখজনক।
বিএনপির সাংসদ মোশারফ হোসেন বলেন, বেসরকারি হাসপাতালগুলো যেভাবে কিছু মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে টাকা রোজগারের পথ খুলে দিয়েছে, তাতে মানুষগুলো নিঃস্ব হয়ে যাচ্ছে। জাতীয় পার্টির সাংদ মুজিবুল হক বলেন, ঢাকা শহরে ইউনাইটেড, ল্যাবএইডসহ বেসরকারি হাসপাতালে ১ লাখ, ২ লাখ, ১০ লাখ টাকা বিল করে লোকজনকে আটকে রাখে। তিনি বেসরকারি হাসপাতালের খরচ বেঁধে দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
পরে সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলো করোনার সেবা দিয়েছে। সেখানকার চিকিৎসা ফ্রি করার জন্য বৈঠক করছি। আশ করি, সেটার সমাধান হবে।’ সাংসদদের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি সমালোচনা পছন্দ করি। কারণ, এটা আমাকে শক্তিশালী করে। এই সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে।’ মন্ত্রী বলেন, ‘ওনারা বেশ এনার্জি দিয়ে চালিয়ে যাচ্ছেন। চালিয়ে যান, আমিও চালিয়ে যাব। কাজেই কোনো অসুবিধা হবে না। আপনারা দোষত্রুটি খুঁজে পাবেনই। সমুদ্রের মধ্যে দুই বালতি ময়লা ফেললে সমুদ্র নষ্ট হয়ে যাবে না, পানি নষ্ট হয়ে যাবে না।’
বিএনপির সাংসদদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, `আর্টারি ব্লকের সঙ্গে করোনার তুলনা করলেন, স্বাস্থ্যসেবার তুলনা করলেন। একটা হিসাব বের করলেন। একজন আইনজীবী এটা করতে পারেন কিন্তু একজন চিকিৎসক এটা করতে পারেন না।’ তিনি বলেন, ‘টিকা শুধু আমরা আনছি না। অতি দ্রুত আশ করি এই বাংলাদেশে টিকা নিজেরা তৈরি করতে পারব।’
ব্রিটিশ আমলের মেডিকেল ডিগ্রি ও মেডিকেল কলেজ-সংক্রান্ত দুটি আইন বাতিল করতে গতকাল সংসদে দুটি বিল কণ্ঠভোটে পাস হয়। এ ছাড়া ঢাকা শিশু হাসপাতালকে ইনস্টিটিউটে রূপান্তর করতে আরেকটি বিল পাস হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪