Ajker Patrika

হরিপদের মা মারা গেছেন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৪: ৫০
হরিপদের মা মারা গেছেন

সন্ত্রাসীদের গুলিতে নিহত হরিপদ সাহার মা রেনুবালা (১০৩) মারা গেছেন। হরিপদ নিহতের দুই সপ্তাহের মাথায় তাঁর মা মারা গেলেন। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় নিজ বাড়িতে মা মারা যান। হরিপদের বোন বুলু সাহা তথ্যটি জানান।

হরিপদ সাহা কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেলের সহযোগী ছিলেন। সোহেলের সঙ্গে তিনিও সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

মা রেনুবালা দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। ছেলে হরিপদ তাঁর দেখাশোনা করতেন। হরিপদ সাহার শেষকৃত্যের সময়ও মাকে তাঁর মৃত্যুর খবর জানানো হয়নি। পরে দীর্ঘদিন হরিপদের দেখা না পেয়ে অস্থির হয়ে পড়েন তিনি। এরপর স্বজনেরা কথার ছলে ধীরে ধীরে মাকে মূল ঘটনা জানান।

বোন বুলু সাহা জানান, গত বুধবার দুপুর ১২টার দিকে নগরীর টিক্কারচর শ্মশানে মায়ের শেষকৃত্য হয়েছে।

রেনুবালার ছয় মেয়ে ও এক ছেলে। হরিপদ ছিলেন সবার ছোট। পাঁচ মাস আগে হরিপদের স্ত্রী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের সেবা-যত্ন নিঃসন্তান হরিপদই করতেন।

শ্রী শ্রী লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক তপন কুমার সাহা বলেন, ‘হরিপদ মারা যাওয়ার পর বোনেরা দেখাশোনা করতেন।’

হরিপদের বোন বুলু আরও বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মা মারা গেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত