Ajker Patrika

হিমেল বাতাস, বৃষ্টিতে জেঁকে বসছে শীত

যশোর প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৮: ২৩
হিমেল বাতাস, বৃষ্টিতে জেঁকে বসছে শীত

এক দিকে শীতের আমেজ। এর মধ্যে টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি যশোরে। চলছে থেমে থেমে বৃষ্টি। সেই সঙ্গে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া হিমেল বাতাস।

ফলে সন্ধ্যা নামতেই জেঁকে বসতে শুরু করেছে শীত। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ঘর থেকে বাইরে বের হতে পারছেন না শ্রমজীবীরা। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা।

যশোরে চলতি মাসের শুরুতেই শীতের আমেজ অনুভূত হতে থাকে। সন্ধ্যা থেকে সকাল–পুরোটা সময়জুড়ে কুয়াশার চাদরে মোড়ানো থাকে প্রকৃতি। তবে দিনের বেলায় সূর্য তাপ ছড়ালে স্বাভাবিক হয়ে আসে পরিস্থিতি।

এরই মাঝে লঘুচাপের সৃষ্টি হলে পাল্টে যায় অবস্থা। যার প্রভাব পড়তে শুরু করে গত শুক্রবার সকাল থেকেই। সেদিন বৃষ্টি না হলেও যশোরের আকাশে দেখা মেলেনি সূর্যের।

শনিবার শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সঙ্গে বয়ে চলে হিমেল হাওয়া। প্রায় সারা দিনই কুয়াশার চাদরে ঢেকে থাকে পরিবেশ। রাতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেলেও রোববার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তা কমে আসে। কিন্তু উন্নতি হয়নি আবহাওয়ার।

যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সারা দিনে যশোরে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রোববার এর পরিমাণ ছিল তিন মিলিমিটার। এ সময়ে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে যশোরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দু–একদিনের মধ্যেই আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে মেঘমালা কেটে গেলে শীতের প্রকোপ বাড়তে পারে।

এ সময় তাপমাত্রা আরও কমে আসবে। চলতি মাসের শেষের দিকে যশোরের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে।

এ দিকে হঠাৎ করেই বৃষ্টি আর হিমেল বাতাসে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না সাধারণ মানুষ। এতে আয় কমেছে শ্রমজীবী মানুষের।

বিপাকে পড়েছেন ধান কাটতে আসা দিনমজুরেরাও। কয়েকজন ধান কাটা শ্রমিকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত