Ajker Patrika

বৃদ্ধের মৃত্যু সংবাদে মেয়ে ও নাতনির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৪৯
বৃদ্ধের মৃত্যু সংবাদে মেয়ে ও নাতনির মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে বৃদ্ধের মৃত্যু সংবাদ শুনে আরও দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামের এ ঘটনাটি ঘটে। শ্রীকুটা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক রায়হান আহমেদ বলেন, ওই গ্রামের বাসিন্দা সাজিদুর রহমান আরজু মিয়া (৭০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকালে ঢাকার পপুলার হাসপাতালে ইন্তেকাল করেন। সকাল ৭টার দিকে তাঁর মৃত্যু সংবাদ শুনে তার চতুর্থ মেয়ে সুরাইয়া আক্তার (৪০) অসুস্থ হয়ে পরেন। পরিবারের লোকজন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যান। সুরাইয়া আক্তার চুনারুঘাট পৌরসভার উত্তর বাজার এলাকার রিমন মিয়ার স্ত্রী। এদিকে, সুরাইয়া আক্তারের মৃত্যুর পর অসুস্থ হয়ে পরেন তাঁর বড় মেয়ে মেয়ে সৈয়দা উলফাত সিদ্দিকা (১৩)। একপর্যায়ে দুপুর ২টার দিকে সেও মারা যায়। একই দিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। সেই সঙ্গে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বাবা, মেয়ে ও নাতনি জানাজা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত