Ajker Patrika

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ০৭
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড

চট্টগ্রামের রাউজানে গত বুধবার রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার নোয়াপাড়া পথের হাট মিয়া মার্কেটের বিপরীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত পৌনে ৮টার দিকে অগ্নিকাণ্ডের সূত্র হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কালুরঘাট থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জিন্নাত আলী বলেন, মনির হোসেনের গ্যাস সিলিন্ডারের দোকানের একটি সিলিন্ডার থেকে মৃদু আগুন দেখা গেলে দোকানের এক কর্মচারী বালু ও ছেঁড়া বস্তা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় তিনিসহ অন্যরা দুর্ঘটনার আশঙ্কায় আশপাশের দোকান থেকে সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে আসেন। এর পর পরই ৫টি সিলিন্ডার বিস্ফোরণে দোকানের টিনের চাল উড়ে যায়।

এ ঘটনায় দেখতে সড়কের ওপর উৎসুক মানুষ জড়ো হলে ফায়ার সার্ভিসের লোকজনের কাজ করতে সমস্যা হয়। পরে স্থানীয় চেয়ারম্যান বাবুল মিয়া ও ইউপি সদস্য নুরুল ইসলাম এসে রাস্তা থেকে উৎসুক মানুষকে হটিয়ে দেন। এ সময় ব্যস্ততম কাপ্তাই সড়কে যানবাহন বন্ধ হয়ে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়। সোয়া ৯টায় আগুন নেভানো হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কালুরঘাট দমকল বাহিনীর টিম লিডার বাহার উদ্দিন বলেন, আগুনে চারটি দোকানের ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত