Ajker Patrika

‘প্রতিবন্ধীদের বিকাশে করতে হবে সহযোগিতা’

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৪: ২৫
‘প্রতিবন্ধীদের বিকাশে করতে হবে সহযোগিতা’

প্রতিবন্ধীদের সময় দিয়ে তাদের মানসিক বিকাশে সহযোগিতা করতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। পরিবারের সদস্যদের একটু ভালো আচরণে তাদের স্বাভাবিক জীবনে ফেরারও সম্ভাবনা থাকে বলে মনে করেন তিনি।

গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ক্রীড়া বিভাগের উদ্যোগে ময়মনসিংহ নগরীর উমেদ আলী মাঠে অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক।

১০০ জন অটিজম ও বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের নিয়ে দলীয় নৃত্য, একক নৃত্য, সংগীত, দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, জোড় লাফসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়।

এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী, মুক্তাগাছা সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মুমিনুল হাসান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত