নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান গেমস ও অক্টোবরে পাকিস্তান সিরিজ সামনে রেখে সিলেটে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। সেই ক্যাম্প চলার সময় একটি বিশেষ কোর্স হলো জ্যোতি-জাহানারাদের।
গত পরশু ও গতকাল দুই দিনব্যাপী চলা লেভেল ‘এ’ কোচিং কোর্সের সনদ ও কোচ হাসান তিলকরত্নের কাছ থেকে সনদ গ্রহণের ছবি ফেসবুকে পোস্ট করে জাহানারা আলম লিখেছেন, ‘লেভেল ‘‘এ’’ কোচিং কোর্স করলাম। আমাদের জন্য এ ধরনের কর্মসূচি আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ। এটা আমার খেলোয়াড়ি জীবন ও ভবিষ্যতের ক্যারিয়ারে কাজে দেবে।’
কোচিংবিষয়ক দুই দিনের এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের ১৯ নারী ক্রিকেটার। তাঁদের এ কোর্সে ছিলেন ওয়াহিদুল গণি, মিজানুর রহমান, মাহবুবুল আলম জাকি, সোহেল ইসলাম, দীপু রায় চৌধুরীর মতো স্বনামধন্য কোচরা। খেলোয়াড়দের অনুশীলনের ফাঁকে কোচিং কোর্স করানোর উদ্দেশ্য নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘যে কোচিং তারা রিসিভ করে, খেলোয়াড় হিসেবে কোচের ভাষাটা যেন বুঝতে পারে। কোচের নির্দেশনা, কিছু টার্মস, থিওরি ওদের কাছে যেন আরও পরিষ্কার হয়। অনুশীলনে এটা সহায়তা করে। যখন তারা খেলা শেষ করবে, লেভেল-১ পর্যন্ত করা থাকলে তা কাজে দেবে।’
লেভেল ‘এ’ একেবারেই প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ। বিসিবির পরিকল্পনা রয়েছে আগ্রহী ক্রিকেটারদের লেভেল-১ কোচিং করানো। নারী দলের মতো পুরুষ জাতীয় দলেও কি এ ধরনের কোনো আয়োজন করা হবে কি না, এ প্রশ্নে আবু ইমাম জানালেন, বিষয়টি টিম ম্যানেজমেন্টের আগ্রহের ওপর নির্ভর করে।
খেলোয়াড়ি জীবনেই কি তবে কোচ হতে চলেছেন ক্রিকেটাররা? নারী দলের এক সিনিয়র ক্রিকেটার প্রশ্নটা শুনে হাসলেন। কোচিং কোর্স করার অভিজ্ঞতা নিয়ে তিনি বললেন, ‘খেলোয়াড় হিসেবে কোচিং কোর্স করলে খেলায় আরও উন্নতি করা সম্ভব। অনেক কিছু জানলেন, তাতে বেসিকগুলো আরও শক্তিশালী হবে। যাদের কোর্স করলাম, তারা তো সবাই দেশের স্বনামধন্য কোচ।’
এশিয়ান গেমস ও অক্টোবরে পাকিস্তান সিরিজ সামনে রেখে সিলেটে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। সেই ক্যাম্প চলার সময় একটি বিশেষ কোর্স হলো জ্যোতি-জাহানারাদের।
গত পরশু ও গতকাল দুই দিনব্যাপী চলা লেভেল ‘এ’ কোচিং কোর্সের সনদ ও কোচ হাসান তিলকরত্নের কাছ থেকে সনদ গ্রহণের ছবি ফেসবুকে পোস্ট করে জাহানারা আলম লিখেছেন, ‘লেভেল ‘‘এ’’ কোচিং কোর্স করলাম। আমাদের জন্য এ ধরনের কর্মসূচি আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ। এটা আমার খেলোয়াড়ি জীবন ও ভবিষ্যতের ক্যারিয়ারে কাজে দেবে।’
কোচিংবিষয়ক দুই দিনের এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের ১৯ নারী ক্রিকেটার। তাঁদের এ কোর্সে ছিলেন ওয়াহিদুল গণি, মিজানুর রহমান, মাহবুবুল আলম জাকি, সোহেল ইসলাম, দীপু রায় চৌধুরীর মতো স্বনামধন্য কোচরা। খেলোয়াড়দের অনুশীলনের ফাঁকে কোচিং কোর্স করানোর উদ্দেশ্য নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘যে কোচিং তারা রিসিভ করে, খেলোয়াড় হিসেবে কোচের ভাষাটা যেন বুঝতে পারে। কোচের নির্দেশনা, কিছু টার্মস, থিওরি ওদের কাছে যেন আরও পরিষ্কার হয়। অনুশীলনে এটা সহায়তা করে। যখন তারা খেলা শেষ করবে, লেভেল-১ পর্যন্ত করা থাকলে তা কাজে দেবে।’
লেভেল ‘এ’ একেবারেই প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ। বিসিবির পরিকল্পনা রয়েছে আগ্রহী ক্রিকেটারদের লেভেল-১ কোচিং করানো। নারী দলের মতো পুরুষ জাতীয় দলেও কি এ ধরনের কোনো আয়োজন করা হবে কি না, এ প্রশ্নে আবু ইমাম জানালেন, বিষয়টি টিম ম্যানেজমেন্টের আগ্রহের ওপর নির্ভর করে।
খেলোয়াড়ি জীবনেই কি তবে কোচ হতে চলেছেন ক্রিকেটাররা? নারী দলের এক সিনিয়র ক্রিকেটার প্রশ্নটা শুনে হাসলেন। কোচিং কোর্স করার অভিজ্ঞতা নিয়ে তিনি বললেন, ‘খেলোয়াড় হিসেবে কোচিং কোর্স করলে খেলায় আরও উন্নতি করা সম্ভব। অনেক কিছু জানলেন, তাতে বেসিকগুলো আরও শক্তিশালী হবে। যাদের কোর্স করলাম, তারা তো সবাই দেশের স্বনামধন্য কোচ।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫