Ajker Patrika

হঠাৎ কেন নারী ক্রিকেটারদের কোচিং কোর্স করাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হঠাৎ কেন নারী ক্রিকেটারদের কোচিং কোর্স করাল বিসিবি

এশিয়ান গেমস ও অক্টোবরে পাকিস্তান সিরিজ সামনে রেখে সিলেটে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প। সেই ক্যাম্প চলার সময় একটি বিশেষ কোর্স হলো জ্যোতি-জাহানারাদের। 

গত পরশু ও গতকাল দুই দিনব্যাপী চলা লেভেল ‘এ’ কোচিং কোর্সের সনদ ও কোচ হাসান তিলকরত্নের কাছ থেকে সনদ গ্রহণের ছবি ফেসবুকে পোস্ট করে জাহানারা আলম লিখেছেন, ‘লেভেল ‘‘এ’’ কোচিং কোর্স করলাম। আমাদের জন্য এ ধরনের কর্মসূচি আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ। এটা আমার খেলোয়াড়ি জীবন ও ভবিষ্যতের ক্যারিয়ারে কাজে দেবে।’ 

কোচিংবিষয়ক দুই দিনের এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন বাংলাদেশ দলের ১৯ নারী ক্রিকেটার। তাঁদের এ কোর্সে ছিলেন ওয়াহিদুল গণি, মিজানুর রহমান, মাহবুবুল আলম জাকি, সোহেল ইসলাম, দীপু রায় চৌধুরীর মতো স্বনামধন্য কোচরা। খেলোয়াড়দের অনুশীলনের ফাঁকে কোচিং কোর্স করানোর উদ্দেশ্য নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মোহাম্মদ কাওসার গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘যে কোচিং তারা রিসিভ করে, খেলোয়াড় হিসেবে কোচের ভাষাটা যেন বুঝতে পারে। কোচের নির্দেশনা, কিছু টার্মস, থিওরি ওদের কাছে যেন আরও পরিষ্কার হয়। অনুশীলনে এটা সহায়তা করে। যখন তারা খেলা শেষ করবে, লেভেল-১ পর্যন্ত করা থাকলে তা কাজে দেবে।’ 

লেভেল ‘এ’ একেবারেই প্রাথমিক পর্যায়ের প্রশিক্ষণ। বিসিবির পরিকল্পনা রয়েছে আগ্রহী ক্রিকেটারদের লেভেল-১ কোচিং করানো। নারী দলের মতো পুরুষ জাতীয় দলেও কি এ ধরনের কোনো আয়োজন করা হবে কি না, এ প্রশ্নে আবু ইমাম জানালেন, বিষয়টি টিম ম্যানেজমেন্টের আগ্রহের ওপর নির্ভর করে। 

খেলোয়াড়ি জীবনেই কি তবে কোচ হতে চলেছেন ক্রিকেটাররা? নারী দলের এক সিনিয়র ক্রিকেটার প্রশ্নটা শুনে হাসলেন। কোচিং কোর্স করার অভিজ্ঞতা নিয়ে তিনি বললেন, ‘খেলোয়াড় হিসেবে কোচিং কোর্স করলে খেলায় আরও উন্নতি করা সম্ভব। অনেক কিছু জানলেন, তাতে বেসিকগুলো আরও শক্তিশালী হবে। যাদের কোর্স করলাম, তারা তো সবাই দেশের স্বনামধন্য কোচ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত