Ajker Patrika

নানা আয়োজনে হাত ধোয়া দিবস উদ্‌যাপন

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৩: ৩৯
নানা আয়োজনে হাত ধোয়া দিবস উদ্‌যাপন

বাগেরহাটের সদর উপজেলা, ফকিরহাট ও মোল্লাহাটে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২১ উদ্‌যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রদর্শনী ও প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রেজাউল করীম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক প্রমুখ বক্তব্য দেন।

ফকিরহাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। ব্র্যাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় গতকাল বেলা ১১টায় ‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি’ স্লোগানে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজেদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি ও ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা বিশেষ অতিথি ছিলেন।

মোল্লাহাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। গতকাল সকাল ৯টায় শোভাযাত্রাটি মোল্লাহাট বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

এসব কর্মসূচিতে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ওয়াশ কর্মসূচির নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

কোমর থেকে পিস্তল বের করে মহাখালীর ফার্মেসিতে চাঁদাবাজি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত