আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
নওগাঁ-সান্তাহার রুটে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে সীমানা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কারণ নওগাঁর অটোরিকশাগুলো নওগাঁ ও সান্তাহারের অটোরিকশাগুলো নিজ নিজ সীমানা পর্যন্ত গিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। এরপর যাত্রীরা আরেক গাড়িতে উঠে কিংবা হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।
নওগাঁ জেলার পূর্ব এবং বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পশ্চিম ঢাকা বাইপাস রোডে গিয়ে দেখা যায় এই দৃশ্য। সেখানে আছে একটি ছোট সেতু। সেতুটির এক পাশে সারি করে দাঁড়িয়ে আছে নওগাঁয় যাতায়াতের জন্য অটোরিকশা এবং আরেক পাশে দাঁড়িয়ে আছে সান্তাহারে যাতায়াতের অটোরিকশা।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সম্প্রতি নওগাঁর সীমানায় সান্তাহারের অটোরিকশার এক চালককে রুট নিয়ে দ্বন্দ্বের জেরে মারধর করা হয়। এর পর থেকে নওগাঁর অটোরিকশাগুলোকে সান্তাহার হয়ে জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর রোডে যাত্রী নিয়ে চলাচল করতে দিচ্ছে না সান্তাহারের শ্রমিকেরা। এ নিয়ে গত সপ্তাহে উভয় পক্ষের চালকদের মধ্যে মারামারি হয়। ছয়-সাত দিন ধরে সীমানা নির্ধারণ করে চলছে যানবাহন।
বগুড়া জেলা সিএনজি ও ব্যাটারিচালিত অটোমালিক সমিতির সভাপতি নুর ইসলাম বলেন, ‘আমরা নওগাঁর সিএনজিগুলোকে যাত্রী নিয়ে সান্তাহার হয়ে তিলকপুর সব সময় যেতে বলেছি। তিলকপুর থেকে যাত্রী নিয়ে ফতেপুর রোড হয়ে তাদের যাওয়ার জন্য বলেছি। যেহেতু তারা আগে সেই রাস্তাই ব্যবহার করত। কিন্তু তারা সেটা মানতে নারাজ।’
নওগাঁ জেলা সিএনজি ও ব্যাটারিচালিত অটোমালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘নওগাঁ জেলার প্রায় ২২ কিলোমিটার রাস্তা তারা ব্যবহার করছে। আর আমরা তাদের হবির মোড় হয়ে ছাতিয়ানগ্রাম দিয়ে সাড়ে তিন কিলোমিটার রাস্তা ব্যবহার করে তিলকপুর চলাচল করতে চাই। যেহেতু আমাদের ফতেপুরের রাস্তাটি বর্তমানে চরম খারাপ। তাও আবার আমরা তাদের নিশ্চিত করেছি যে আমাদের সিএনজি সান্তাহারে কোনো যাত্রী তুলবে না। কিন্তু তারা সেটাও মানতে নারাজ।’
সান্তাহার থেকে নওগাঁয় যাওয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সীমা সারমিন বলেন, আগে নওগাঁতে যেতে এক গাড়িতেই সরাসরি চলে যাওয়া যেত। দ্বন্দ্বের কারণে তিনবার গাড়ি বদল করতে হয়। আর সেই কারণে সময় অপচয় হয় আর টাকাও বেশি খরচ হচ্ছে।
ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘দুই জেলার মালিক সমিতির দ্বন্দ্বের জেরে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১০ টাকা দিয়ে সহজেই নওগাঁয় যাওয়া যেত। কিন্তু দ্বন্দ্বের কারণে আমাদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।’
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, ‘উভয় পক্ষের শ্রমিক ও মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। আগামী সোম বা মঙ্গলবার বসে এই সমস্যার সমাধান করে দেওয়া হবে।’
নওগাঁ-সান্তাহার রুটে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে সীমানা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলছে। এর জেরে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কারণ নওগাঁর অটোরিকশাগুলো নওগাঁ ও সান্তাহারের অটোরিকশাগুলো নিজ নিজ সীমানা পর্যন্ত গিয়ে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন। এরপর যাত্রীরা আরেক গাড়িতে উঠে কিংবা হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।
নওগাঁ জেলার পূর্ব এবং বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পশ্চিম ঢাকা বাইপাস রোডে গিয়ে দেখা যায় এই দৃশ্য। সেখানে আছে একটি ছোট সেতু। সেতুটির এক পাশে সারি করে দাঁড়িয়ে আছে নওগাঁয় যাতায়াতের জন্য অটোরিকশা এবং আরেক পাশে দাঁড়িয়ে আছে সান্তাহারে যাতায়াতের অটোরিকশা।
গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, সম্প্রতি নওগাঁর সীমানায় সান্তাহারের অটোরিকশার এক চালককে রুট নিয়ে দ্বন্দ্বের জেরে মারধর করা হয়। এর পর থেকে নওগাঁর অটোরিকশাগুলোকে সান্তাহার হয়ে জয়পুরহাটের আক্কেলপুরের তিলকপুর রোডে যাত্রী নিয়ে চলাচল করতে দিচ্ছে না সান্তাহারের শ্রমিকেরা। এ নিয়ে গত সপ্তাহে উভয় পক্ষের চালকদের মধ্যে মারামারি হয়। ছয়-সাত দিন ধরে সীমানা নির্ধারণ করে চলছে যানবাহন।
বগুড়া জেলা সিএনজি ও ব্যাটারিচালিত অটোমালিক সমিতির সভাপতি নুর ইসলাম বলেন, ‘আমরা নওগাঁর সিএনজিগুলোকে যাত্রী নিয়ে সান্তাহার হয়ে তিলকপুর সব সময় যেতে বলেছি। তিলকপুর থেকে যাত্রী নিয়ে ফতেপুর রোড হয়ে তাদের যাওয়ার জন্য বলেছি। যেহেতু তারা আগে সেই রাস্তাই ব্যবহার করত। কিন্তু তারা সেটা মানতে নারাজ।’
নওগাঁ জেলা সিএনজি ও ব্যাটারিচালিত অটোমালিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বলেন, ‘নওগাঁ জেলার প্রায় ২২ কিলোমিটার রাস্তা তারা ব্যবহার করছে। আর আমরা তাদের হবির মোড় হয়ে ছাতিয়ানগ্রাম দিয়ে সাড়ে তিন কিলোমিটার রাস্তা ব্যবহার করে তিলকপুর চলাচল করতে চাই। যেহেতু আমাদের ফতেপুরের রাস্তাটি বর্তমানে চরম খারাপ। তাও আবার আমরা তাদের নিশ্চিত করেছি যে আমাদের সিএনজি সান্তাহারে কোনো যাত্রী তুলবে না। কিন্তু তারা সেটাও মানতে নারাজ।’
সান্তাহার থেকে নওগাঁয় যাওয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সীমা সারমিন বলেন, আগে নওগাঁতে যেতে এক গাড়িতেই সরাসরি চলে যাওয়া যেত। দ্বন্দ্বের কারণে তিনবার গাড়ি বদল করতে হয়। আর সেই কারণে সময় অপচয় হয় আর টাকাও বেশি খরচ হচ্ছে।
ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘দুই জেলার মালিক সমিতির দ্বন্দ্বের জেরে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১০ টাকা দিয়ে সহজেই নওগাঁয় যাওয়া যেত। কিন্তু দ্বন্দ্বের কারণে আমাদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে।’
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, ‘উভয় পক্ষের শ্রমিক ও মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। আগামী সোম বা মঙ্গলবার বসে এই সমস্যার সমাধান করে দেওয়া হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
১ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
১ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
১ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫