Ajker Patrika

কুমিল্লায় গুলি করে কাউন্সিলরকে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৯: ৫৫
কুমিল্লায় গুলি করে কাউন্সিলরকে হত্যা

কুমিল্লা সিটি করপোরেশন এলাকা আবার রক্তাক্ত হলো। গতকাল সোমবার সন্ত্রাসীরা নগরের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সোহেলকে গুলি করে হত্যা করে। এ সময় তাঁর সহযোগী হরিপদও নিহত হন। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

নগরের পাথুরিয়াপাড়ার কাউন্সিলরের কার্যালয়ে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন এ ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মো. সোহেল (৫২) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র ছিলেন তিনি। তাঁর বাড়ি নগরের সুজানগর এলাকায়।

পুলিশ বলছে, মো. সোহেল তাঁর নিজের কার্যালয়ে বিকেল সাড়ে ৪টায় বসে ছিলেন। এ সময় কালো মুখোশধারী একদল সন্ত্রাসী কার্যালয়ে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয় লোকজন জানান, গতকাল বিকেলের দিকে নগরীর পাথুরিয়াপাড়ায় কাউন্সিলরের অফিস

একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি করতে থাকে। গুলিবিদ্ধ মো. সোহেল সঙ্গে সঙ্গে নিজের চেয়ার থেকে পড়ে যান। আওয়াজ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক কাউন্সিলর সোহেল ও হরিপদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় উত্তেজিত জনতা সুজানগর পূর্বপাড়ার কিছু দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, যুগ্ম আহ্বায়ক হাবিবুর আল আমিন সাদী, কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদসহ অন্যান্য নেতারা। এ সময় তাঁরা সবাইকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানান।

কাউন্সিলর সোহেলের ভাগনে মোহাম্মদ হানিফ জানান, সবাই আসরের নামাজ পড়ছিল। এ সময় প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। দৌড়ে গিয়ে দেখি মামা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। আমি নিজে মামাকে কাঁধে করে বের করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত