Ajker Patrika

বাড়ি গিয়ে বই পৌঁছে দিচ্ছেন তাঁরা

মো. নাজিম উদ্দিন, কেরানীগঞ্জ
আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৯: ৩৪
বাড়ি গিয়ে বই পৌঁছে দিচ্ছেন তাঁরা

কেরানীগঞ্জের কালিন্দীতে ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় আলোর দিশারী ইসলামি পাঠাগার। ছোট্ট একটি ঘরে এ পাঠাগার হলেও এর উদ্যোক্তাদের স্বপ্ন আকাশছোঁয়া। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে তাঁরা কাজ করছেন পুরো উপজেলাজুড়ে।

জিনজিরা থেকে হযরতপুর, আগানগর থেকে আব্দুল্লাহপুর–পুরো উপজেলার পাঠকের ঘরে ঘরে বই পৌঁছে দিচ্ছে পাঠাগারটির উদ্যোক্তারা। বইপ্রেমীদের ঘরে তাঁরা বই পৌঁছে দিচ্ছেন সম্পূর্ণ বিনা মূল্যে। পাঠাগারটির উদ্যোক্তারা জানিয়েছেন, দীর্ঘ আট বছর তাঁরা বই বিতরণের পাশাপাশি নানা ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

পাঠাগারের কর্মপরিকল্পনায় রয়েছে নিয়মিত পাঠাগার কার্যক্রম, বিভিন্ন প্রতিযোগিতা, ছোটদের অধ্যয়ন, বড়দের পাঠচক্র, কোরআন শিক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচি, বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা ক্যাম্প প্রভৃতি। আলোর দিশারী ইসলামি পাঠাগার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ভ্রাম্যমান লাইব্রেরি পাঠাগারটি দশক পূর্তির এ মাহেন্দ্রক্ষণে ‘বইয়ের ঝুলি, পাঠক খুঁজি’ প্রকল্প হাতে নিয়েছে।

পছন্দের বই পেতে শুধু পাঠাগারের ফেসবুক পেইজ বা নম্বরে যোগাযোগ করলেই পাঠকের পছন্দের বইটি নিয়ে নির্ধারিত সময়ে পৌঁছে যান তাঁরা। মাহমুদুল হাসান বলেন, ‘বইটি পড়ার জন্য দেওয়া হয় যথেষ্ট সময়। পড়া শেষ হলে নতুন বইয়ের সমাহারসহ হাজির হয়ে পুরোনো বই নিয়ে আসি। বর্তমান প্রজন্মের মাঝে সুন্দর আগামী গড়ার বীজ বপন করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত