Ajker Patrika

সড়কে প্রাণ গেল দুই জনের

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১১: ৩০
সড়কে প্রাণ গেল দুই জনের

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় ও বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামের রাহুল তালুকদার (২৯) ও একই উপজেলার শরিফাবাদ গ্রামের পারুক মিয়া (১৪)।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দৌস মোহাম্মদ জানান, মঙ্গলবার বিকেলে কয়েকজন বন্ধু একটি প্রাইভেটকার নিয়ে বানিয়াচং উপজেলার কালারডুবা এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে পানির নিচে তলিয়ে যায়।

তাৎক্ষণিক আশপাশের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে রাহুল তালুকদারকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছে পান্না আক্তার ও সোনিয়া আক্তার নামে আরও দুই কিশোরী। এর মধ্যে পান্নাকে সিলেট ও সোনিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে, সকালে বাড়ির উঠানে মাইক্রোবাস ঘুরাচ্ছিলেন আলমগীর। এ সময় অসাবধানতাবশত গাড়ির পেছনে শিশু ওমর ফারুক এলে গাড়িচাপায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার মিঠুন রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত