Ajker Patrika

চকলেট বিক্রিতে চলে সংসার

বাবুল আক্তার, পাইকগাছা
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ২০: ৫২
চকলেট বিক্রিতে চলে সংসার

পাইকগাছায় একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা চায়না বেগম। গত ২৫ বছর ধরে গ্রামগঞ্জ ও পৌর সদরে চকলেট বিক্রি করে চলছে তার সংসার। এখন তিনি চকলেট আপা নামে পরিচিত।

যে বয়সে বইখাতা নিয়ে ছোটার কথা সেই বয়সেই সংসারী হয়েছেন তিনি। পৌর সদরের রাস্তায় চকলেট বিক্রির সময় কথা হয় চায়না বেগমের সঙ্গে। ছলছল চোখে চায়না বলেন, পিতার আর্থিক অবস্থা ভালো না থাকায় লেখাপড়ায় বেশি দূর এগোতে পারিনি।

উপজেলার লস্কর ইউনিয়নে নুর মোহম্মাদ সরদারের সঙ্গে বিয়ে দেন বাবা। বিয়ের পর দুটি ছেলে সন্তানের জন্ম হয়। স্বামী নূর মোহম্মাদ পথেপথে ও হাট-বাজারে গান গেয়ে বেড়ান। যা পেত তা দিয়ে সংসার চলে না।

স্বামীর জমিজমা বলতে কিছুই নেই। বর্তমান সরকার মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের আওতায় বোয়ালিয়া ব্রিজের পার্শ্বে একটি ঘরে মাথা গুজার ঠাঁই দিয়েছে। তবে নেই কোনো ভাতার কার্ড। চায়না বেগম বলেন, অভাব অনটনের কারণে সংসার চালাতে সমিতি থেকে ২ হাজার টাকা নিয়ে প্রায় ২৫ বছর আগে চকলেটের ব্যবসা শুরু করি।

খুলনা থেকে কেজি দরে কিনে এলাকায় প্রতিপিস ১ টাকা করে বিক্রি করি। চকলেট বিক্রি করে দুই সন্তানের মুখে খাবার তুলে দিয়েছি। গ্রামে বা শহরে পা রাখার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চারা ‘চকলেট আপা’ বলে আমার কাছে চলে আসে।

বাচ্চাদের মধ্যে যাদের চকলেট কেনার সাধ্য নেই তাদের ফ্রি দেন চায়না। তিনি বলেন, বাচ্চারা যখন আমার কাছে এসে ‘চকলেট আপা’ বলে চকলেট চায় তখন আমার ভীষণ ভালো লাগে।

সারাদিন বিক্রি শেষে কেমন উপার্জন হয় জানতে চাইলে চায়না বেগম বলেন, প্রতিদিন সর্বোচ্চ ১ হাজার চকলেট বিক্রি করতে পারি। তাতে ৪ থেকে ৫০০ টাকা লাভ হয়। তিনি বলেন, করোনাকালে ও বৃষ্টির সময় ব্যবসা খুব একটা ভালো হয়নি। তা ছাড়া আস্তে আস্তে বয়স বাড়ায় এখন তেমন হাঁটতে পারি না। তাই বেচা কেনা কমে গেছে।

চায়না বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্থানীয় চেয়ারম্যানের কাছে একটি ভাতার কার্ড চাই। শেষ বয়সে একটু সহযোগিতা পেলে খুবই উপকৃত হব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত