Ajker Patrika

জামালদের সর্বস্ব শুষে নিচ্ছে কাবরেরার অনুশীলন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামালদের সর্বস্ব শুষে নিচ্ছে কাবরেরার অনুশীলন

অনুশীলন সেশনটা শুরু হয়েছিল বিকেল ৪টায়। টিম মিটিংয়ের মাধ্যমে। তখনো হয়তো ফুটবলাররা বুঝতে পারেননি কী ঝড় অপেক্ষায় তাদের জন্য! বিকেল ৪টায় শুরু হওয়া অনুশীলন শেষ হলো আলো চলে যাওয়ার আরও আধা ঘণ্টা পর। পরিশ্রম আর ক্লান্তিতে তখন মেজাজ হারিয়েছেন একাধিক ফুটবলার।

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে গত ২৬ আগস্ট। অনুশীলন শুরু হয়েছে পরদিন। শুরুর প্রথম সাত দিন ফিটনেস নিয়ে কাজ করার কথা থাকলেও এই ৯ দিনে ফুটবলারদের ফিটনেস যে কোচের মন ভরায়নি সেটা গতকাল অনুশীলন সেশনেই টের পাওয়া গেল। প্রায় ৩ ঘণ্টা অনুশীলনের পর কথা বলার আগ্রহ পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন ফুটবলাররা। দলের এক স্টাফ জানালেন, মেজাজ হারিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরাও! 
সত্যি কি মেজাজ হারিয়েছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ? অনুশীলনের পর সাংবাদিকদের কথার জবাবে অবশ্য বিষয়টা এড়িয়ে যান তিনি। তবে মাঠে একাধিক ফুটবলারের ওপর বেশ বিরক্তই মনে হলো তাঁকে। এর উল্টোটাও আছে। কোচের ওপর মেজাজ হারিয়ে ফিটনেস কোচ ইভান র‍্যাজলগের সঙ্গে অল্প কথা-ছোড়াছুড়ি করতে দেখা গেছে এক ফুটবলারকে।

হঠাৎ কেন এত লম্বা অনুশীলন?—এমন প্রশ্নের জবাবে কাবরেরা বলেন, ‘আজকে (গতকাল) অনেক কৌশলগত বিষয়ে কাজ হয়েছে। আমি চেয়েছি ছেলেরা বিষয়টা ভালোভাবে বুঝতে শিখুক। অনেক কিছু তাদের ব্যাখ্যা করতে হয়েছে। সঙ্গে আমি চেয়েছি ফুটবলাররা তাদের শারীরিক অবস্থাটাও জানুক।’

উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে চলছে ফুটবলারদের অনুশীলন। এই মাঠে স্প্রিঙ্কলার সিস্টেম বা পানি ছিটানোর যন্ত্রের কিছু ছোট ছোট গর্ত আছে। এ রকম গর্তে পা পিছলে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন মিডফিল্ডার সোহেল রানা। কম্বোডিয়া-নেপাল ম্যাচে খেলা হবে না তাঁর। আলো নিভে যাওয়ার পরও ফ্লাডলাইট-বিহীন মাঠে অনুশীলন ঝুঁকিপূর্ণ হয়ে গেল কি না, এমন প্রশ্নও শুনতে হয়েছে কাবরেরাকে। জবাবে বাংলাদেশ কোচ দাবি করলেন, ‘না, আমার মোটেও ঝুঁকিপূর্ণ মনে হয়নি এই মাঠকে।’

২৭ সদস্যের দল থেকে ছিটকে গেছেন সোহেল রানা। ২৬ ফুটবলারকে নিয়েই অনুশীলনটা চালিয়ে যেতে চান কাবরেরা। তাই সোহেল রানার বিকল্প খুঁজতেও আগ্রহ দেখাননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত