Ajker Patrika

কচুয়ায় বেহাল সড়কে দুর্ভোগ

মো. শামীম হাসান, কচুয়া (বাগেরহাট)
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৪৫
কচুয়ায় বেহাল সড়কে দুর্ভোগ

খানাখন্দে ভরা বাগেরহাটের কচুয়া উপজেলার ফুলতলা-চরকাঠী সড়ক। উপজেলার গুরুত্বপূর্ণ এই সড়কটির অন্তত চার জায়গা ধসে গেছে। অনেক জায়গায় পিচ উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। শিগগিরই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চন্দ্রপাড়া বাজার সংলগ্ন ফুলতলা মোড় থেকে গোপালপুর ইউনিয়নের পদ্মনগর পর্যন্ত তিন কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে। সঙ্গে রিকশা, ভ্যান, অটো, মোটরসাইকেল, পিকআপসহ নানা যানবাহনের যাতায়েত রয়েছে এই সড়কে। পদ্মনগর, চরকাঠী, বারুইখালী, চন্দ্রপাড়া, নরেন্দ্রপুর, শিবপুরসহ বিভিন্ন এলাকার মানুষ উপজেলা সদরে যাওয়ার জন্য এই সড়ক ব্যবহার করে।

জেলা শহরে যাতায়াতের জন্যও কয়েকটি গ্রামের মানুষের প্রধান পথ এটি। কিন্তু খানাখন্দের কারণে প্রতিনিয়ত চালক-যাত্রীদের নানা দুর্ভোগ পোহাতে হয়। সড়কটির আলমগীর শেখের বাড়ির সামনে ও চরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশ ধসে গেছে। এ ছাড়া অন্তত ২০ জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র পথ এটি। ফলে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

স্থানীয় রুস্তম আলী বলেন, এই সড়কটি তিন চার বছর ধরে বেহাল অবস্থায় আছে। প্রায় আট বছর আগে সর্বশেষ মেরামত করা হয়। তারপর আর কখনো মেরামত করা হয়নি। তাঁদের চলাচলের অনেক অসুবিধা হয়। সড়কটি যত দ্রুত সম্ভব মেরামত করার দাবি জানান তিনি।

চন্দ্রপাড়া বাজারের ব্যবসায়ী মো. আসলাম শেখ বলেন, সড়কটি ভেঙে বড়বড় গর্ত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ২-৩ দিন আগেও একটা ইটবোঝাই ট্রলির চাকা গর্তে পড়ে উল্টে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

কচুয়া উপজেলা প্রকৌশলী মো. আনিসুর রহমান বলেন, সড়কটি বর্তমানে আট ফুট চওড়া রয়েছে। যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক এ জন্য ১২ ফুট চওড়া করে নির্মাণের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে সড়কের পাশে অনেক ডোবানালা থাকায় সড়কটি প্রশস্ত করতে সমস্যা হচ্ছে। এই অর্থবছরেই কাজ শুরু হবে বলে আশা করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত