Ajker Patrika

আমনের ক্ষতি পোষাতে তীব্র শীতেও মাঠে

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৫: ৩০
আমনের ক্ষতি পোষাতে  তীব্র শীতেও মাঠে

গঙ্গাচড়ায় গেল আমন মৌসুমে কয়েক দফা বন্যায় হওয়া ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা নিয়ে কৃষকেরা বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন। তীব্র শীত উপেক্ষা করে তাঁরা জমি প্রস্তুত ও চারা রোপণ করছেন।

উপজেলায় আমন ধান কাটার পরই করা হয় অন্যান্য ফসল আবাদ। তখন আলুসহ বিভিন্ন শাকসবজি, সরিষা চাষ শেষ হতে না হতেই শুরু হয়ে যায় বোরো চাষ।

গতকাল রোববার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে ধানের চারা রোপণের চিত্র। কৃষকদের শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা অবধি কাটছে মাঠে। কেউ ধানের চারা রোপণের আগে প্রস্তুত করছিলেন জমি, কেউবা বীজতলা থেকে চারা সংগ্রহ করছিলেন। কেউ আবার শ্যালোমেশিন দিয়ে জমিতে চারা রোপণের জন্য সেচ দিচ্ছিলেন। অনেকে চারা রোপণে কোমর বেঁধে নেমে পড়েছেন জমির কাদায়।

কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ মিঞাপাড়া গ্রামের কৃষক মান্নানকে দেখা যায় শ্যালোমেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছেন। তিনি জানান, এখানে বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় গভীর নলকূপের বদলে তিনি সেচকাজে শ্যালোমেশিন ব্যবহার করছেন।

কোলকোন্দের স্কুলপাড়া গ্রামের শফিকুল ইসলাম বলেন, ‘গেল আমন মৌসুমে ধানের কিছুটা ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে এ বছর তিন একর জমিতে ইরি-বোরো ধান আবাদের প্রস্তুতি নিচ্ছি। শীতের মধ্যেও জমিতে চারা রোপণ করেছি। আশা করেছি এবার ভালো ফলন হবে।’ শফিকুল ধান চাষে কীটনাশক ও সারের দাম কমাতে সরকারের প্রতি দাবি জানান।

বেতগাড়ী ইউনিয়নের কৃষক আবু তালেব বলেন, ‘আবহাওয়া অনুকূলে এবং সার-কীটনাশকের দাম নিয়ন্ত্রণে থাকলে এবার ভালো ফলনের আশা করছি।’

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার নয় ইউনিয়নে ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে প্রায় ২৫ লাখ ৩৯৩ হাজার ৫০০ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। উৎপাদিত ধান থেকে প্রায় ২০ লাখ ৪৭ হাজার ৩০০ মেট্রিক টন চাল পাওয়া যেতে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, চারা রোপণের কয়েক দিনের মধ্যে জমিতে পোকা দমনের পার্চিং (গাছের ডাল ও কঞ্চি) বসানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে অধিক ফলনের কলা-কৌশলও শেখানো হচ্ছে কৃষকদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত