Ajker Patrika

ঢাকা টু অস্ট্রেলিয়া ভায়া নিউ­জিল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা টু অস্ট্রেলিয়া ভায়া নিউ­জিল্যান্ড

ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। এবার তাঁর পরামর্শে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিচ্ছে বাংলাদেশ। আজ থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটার-বোলারদের নিয়ে শুরু হচ্ছে তিন দিনের এই বিশেষ ক্যাম্প।

বিসিবির সেটআপে থাকা ৩২ ক্রিকেটারকে নিয়ে শুরু হচ্ছে ক্যাম্পটি। সকাল ১০টা থেকে ম্যাচ আবহে হতে যাওয়া অনুশীলন ক্যাম্প চলবে প্রতিদিন দুপুর দেড়টা পর্যন্ত। জাতীয় দলের সঙ্গে বিসিবির পাইপলাইন থাকা ক্রিকেটারদের দেখবেন শ্রীরাম। পুরো ক্যাম্পে ক্রিকেটারদের সহজে পরীক্ষা-নিরীক্ষা করতে শ্রীরামকে সহায়তা করবেন বিসিবির কোচ সোহেল ইসলাম-মিজানুর রহমান বাবুলরা।

বিশেষ এই ক্যাম্পের মূল উদ্দেশ্য নিয়ে কিছুদিন আগে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানান, শ্রীরামকে জাতীয় দল ও পাইপলাইন ক্রিকেটারদের নিয়ে প্রাথমিক ধারণা দিতেই এই আয়োজন। তবে ক্যাম্পে থাকা সবাই যে জাতীয় দলে সুযোগ পাবেন না, সেটাও মনে করিয়ে দিয়েছিলেন তিনি। ক্যাম্পে পেসারদের বিপক্ষে মিডল অর্ডার ব্যাটারদের আক্রমণাত্মক ক্রিকেটের সঙ্গে পরিচিত করে তোলার চেষ্টা করবেন শ্রীরাম। শুধু ব্যাটারই নন, একই সঙ্গে বোলারদেরও ডেথ ওভারে রান আটকানোর টোটকাও দেবেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট।

শুধু ব্যাটিং-বোলিং নয়, অস্ট্রেলিয়ার কন্ডিশন, ম্যাচ পরিকল্পনা ও ক্রিকেটারদের মানসিকভাবে এগিয়ে থাকা যায়, সে বিষয়েও পরামর্শ দেবেন শ্রীরাম। বিশেষ ক্যাম্পটি শেষ হবে ১৪ সেপ্টেম্বর। একই দিন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করবে বিসিবি। ইতিমধ্যে দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে রেখেছেন নির্বাচকেরা। চোট কাটিয়ে দলে ফেরার অপেক্ষায় আছেন লিটন দাস, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী রাব্বি।

দল মোটামুটি প্রস্তুত হলেও নির্বাচকদের ভাবাচ্ছে এলোমেলো উদ্বোধনী জুটি। লিটন ফিরলে তাঁর সঙ্গে অভিজ্ঞ কাউকে দিয়ে শুরু করা যায় কি না, সেটা নিয়েও ভাবছেন তাঁরা। গত পরশু মিরপুরে ওপেনিং জুটি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

আজ শুরু সংক্ষিপ্ত ক্যাম্প শেষে একাডেমি মাঠে নতুন করে তৈরি করা কংক্রিটের উইকেটে অনুশীলন শুরু করবেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে রওনা দেবেন তাঁরা। সেখানে দলের সঙ্গে বিদেশি কোচিং স্টাফ ও অধিনায়ক সাকিব আল হাসানের যোগ দেওয়ার কথা। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির মানচিত্র হচ্ছে ঢাকা টু অস্ট্রেলিয়া ভায়া নিউজিল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত