কম্বোডিয়ার রাজধানী নমপেনে হঠাৎ একটা ফোন এল, ‘হ্যালো, সাইমন?’
-সাইমন বলছি।
-লন্ডন থেকে বলছি। যত দ্রুত সম্ভব নমপেন থেকে ঢাকার দিকে যাও। ঢাকায় কিছু একটা ঘটতে চলেছে।
একাত্তরের মার্চ মাসের শুরুতেই দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদক সাইমন ড্রিং লন্ডনে পত্রিকাটির সদর দপ্তর থেকে ফোনটি পেয়েছিলেন। ১ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পরিষদের অধিবেশন স্থগিত করে দিয়েছিলেন। ঢাকা সেদিন পরিণত হয়েছিল মিছিলের শহরে। সেই উষ্ণতার পরশ ছড়িয়ে গিয়েছিল গোটা বাংলায়।
সাইমন ঢাকায় পৌঁছেছিলেন ৬ মার্চ। ৭ মার্চ রেসকোর্স ময়দানে গিয়ে অনুভব করলেন শেখ মুজিবুর রহমানের ক্যারিশমা। পাকিস্তানের রাজনীতি আর পূর্ব পাকিস্তানের জনগণের সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করেন। সখ্য গড়ে ওঠে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে।
এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছিলেন সাইমন। কিন্তু তাঁর সাংবাদিকের নাক এরই মধ্যে খবরের ঘ্রাণ পাচ্ছিল। তাই তিনি থেকে গেলেন এখানে। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অবস্থা নিয়ে লিখতে থাকলেন একের পর এক প্রতিবেদন। তা ছাপা হতে লাগল দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায়।
অন্য অনেক সাংবাদিকের মতো সাইমন ড্রিং উঠেছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট, অর্থাৎ নির্বিচারে মানুষ হত্যা শুরু হয় যখন, তখন তিনি ছিলেন হোটেলেই। পাকিস্তানি সামরিক বাহিনী বিদেশি সাংবাদিকদের সেখানেই অবরুদ্ধ করে রাখে, যেন তাঁরা এই বীভৎসতার খবর বাইরে প্রকাশ করতে না পারেন। পরদিন সবাইকে জোর করে তুলে দেওয়া হয় বিমানে।
সাইমন কিন্তু লুকিয়ে রইলেন হোটেলেই। হোটেলের কর্মচারীদের সহযোগিতায় ছোট্ট একটি মোটরগাড়িতে করে ঘুরে দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, রাজারবাগ পুলিশ লাইনস, পুরান ঢাকা। তারপর লিখলেন তাঁর সেই অতি বিখ্যাত প্রতিবেদন, ‘ট্যাংকস ক্র্যাশ রিভল্ট ইন পাকিস্তান’। গণহত্যার মর্মন্তুদ ঘটনা সেই প্রথম জানতে পারল বাইরের পৃথিবী। এর পরপরই সাইমন ঢাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।
সূত্র: বিভিন্ন সংবাদমাধ্যম
কম্বোডিয়ার রাজধানী নমপেনে হঠাৎ একটা ফোন এল, ‘হ্যালো, সাইমন?’
-সাইমন বলছি।
-লন্ডন থেকে বলছি। যত দ্রুত সম্ভব নমপেন থেকে ঢাকার দিকে যাও। ঢাকায় কিছু একটা ঘটতে চলেছে।
একাত্তরের মার্চ মাসের শুরুতেই দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদক সাইমন ড্রিং লন্ডনে পত্রিকাটির সদর দপ্তর থেকে ফোনটি পেয়েছিলেন। ১ মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পরিষদের অধিবেশন স্থগিত করে দিয়েছিলেন। ঢাকা সেদিন পরিণত হয়েছিল মিছিলের শহরে। সেই উষ্ণতার পরশ ছড়িয়ে গিয়েছিল গোটা বাংলায়।
সাইমন ঢাকায় পৌঁছেছিলেন ৬ মার্চ। ৭ মার্চ রেসকোর্স ময়দানে গিয়ে অনুভব করলেন শেখ মুজিবুর রহমানের ক্যারিশমা। পাকিস্তানের রাজনীতি আর পূর্ব পাকিস্তানের জনগণের সম্পর্কে গভীরভাবে জানার চেষ্টা করেন। সখ্য গড়ে ওঠে শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে।
এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছিলেন সাইমন। কিন্তু তাঁর সাংবাদিকের নাক এরই মধ্যে খবরের ঘ্রাণ পাচ্ছিল। তাই তিনি থেকে গেলেন এখানে। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক অবস্থা নিয়ে লিখতে থাকলেন একের পর এক প্রতিবেদন। তা ছাপা হতে লাগল দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায়।
অন্য অনেক সাংবাদিকের মতো সাইমন ড্রিং উঠেছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট, অর্থাৎ নির্বিচারে মানুষ হত্যা শুরু হয় যখন, তখন তিনি ছিলেন হোটেলেই। পাকিস্তানি সামরিক বাহিনী বিদেশি সাংবাদিকদের সেখানেই অবরুদ্ধ করে রাখে, যেন তাঁরা এই বীভৎসতার খবর বাইরে প্রকাশ করতে না পারেন। পরদিন সবাইকে জোর করে তুলে দেওয়া হয় বিমানে।
সাইমন কিন্তু লুকিয়ে রইলেন হোটেলেই। হোটেলের কর্মচারীদের সহযোগিতায় ছোট্ট একটি মোটরগাড়িতে করে ঘুরে দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, রাজারবাগ পুলিশ লাইনস, পুরান ঢাকা। তারপর লিখলেন তাঁর সেই অতি বিখ্যাত প্রতিবেদন, ‘ট্যাংকস ক্র্যাশ রিভল্ট ইন পাকিস্তান’। গণহত্যার মর্মন্তুদ ঘটনা সেই প্রথম জানতে পারল বাইরের পৃথিবী। এর পরপরই সাইমন ঢাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।
সূত্র: বিভিন্ন সংবাদমাধ্যম
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫