Ajker Patrika

৪ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র নাজমুলের

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮: ০৪
৪ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র নাজমুলের

চার দিনেও খোঁজ মেলেনি বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মো. নাজমুল হাসান ইয়াছিনের (১১)। গত মঙ্গলবার সে মাদ্রাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে নাজমুলের বাবা রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের মো. শফিকুল ইসলাম বাগেরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নাজমুলের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ছেলে নাজমুল বাগেরহাট সদর উপজেলার ভট্টকনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় আবাসিক থেকে হেফজ পড়ত। গত মঙ্গলবার সন্ধ্যায় সে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়। পর দিন আমার স্ত্রী রোজিনা বেগম ছেলেকে দেখতে মাদ্রাসায় যান। তাকে না পেয়ে শিক্ষকদের কাছে জানতে চাইলে, তাঁরা জানান নাজমুল কাউকে কিছু না বলে মঙ্গলবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে। যেকোনো মূল্যে ছেলেকে চান বলে জানান শফিকুল।

নাজমুলের মা রোজিনা বেগম বলেন, ছেলেকে মাদ্রাসায় রেখে পড়ালেও মাঝে মাঝে আমি দেখতে যেতাম। মঙ্গলবার মাদ্রাসায় গিয়ে দেখি আমার বাবা (ছেলে) নেই। কোথায় গেল আমার ছেলেকে পাব। ওকে এনে দিন।

ভট্টকনকপুর সিদ্দিকা আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মুহাতামিম মাওলানা আলী আহমদ বলেন, মাদ্রাসার বাবুর্চির একটি ভাঙাচোরা বাইসাইকেল চালিয়ে মো. নাজমুল হাসান ইয়াছিন রাস্তায় যায়। পরে বাইসাইকেল ছাড়া একাই মাদ্রাসায় আসে। পরে জানতে পারি বাবুর্চির বাইসাইকেলটি স্থানীয় একটি দোকানে ১০ টাকায় বিক্রি করে দিয়েছে সে। পরে তাকে এ ধরনের কাজ অন্যায়, তা বুঝিয়ে বলা হয়। এ সময় নাজমুলকে ভবিষ্যতে এ ধরনের কাজ করতে নিষেধ করা হয়েছে। এর বেশি কিছু হয়নি নাজমুলের সঙ্গে। কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত মাদ্রাসা থেকে নিখোঁজ হয়নি। মাদ্রাসার পক্ষ থেকেও নাজমুলকে খোঁজা হচ্ছে বলে জানান তিনি।

বাগেরহাট মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নাজমুল হাসান ইয়াছিন নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। আমরা বেতারবার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ ছাত্রকে খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত