Ajker Patrika

সন্তানের বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ মায়ের

বরুড়া প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫৭
সন্তানের বিরুদ্ধে রাস্তা বন্ধের অভিযোগ মায়ের

বরুড়ার পশ্চিম নলুয়া গ্রামের বাসিন্দা শাহ জালালের বিরুদ্ধে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ করেছেন তাঁর মা রাবেয়া বেগম। এ নিয়ে গত রোববার সন্ধ্যায় মা বাদী হয়ে বরুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, উপজেলার পশ্চিম নলুয়ার গ্রামের মৃত হাকিম ভূঁইয়ার স্ত্রী রাবেয়া বেগমের বড় ছেলে শাহ জালাল ভূঁইয়া গত শুক্রবার বাড়ির চলাচলের রাস্তায় ইটের দেয়াল নির্মাণ করেন। এতে রাবেয়া বেগমের অপর ৫ ছেলের স্ত্রী ও পরিবারের লোকজনের চলাচলে সমস্যায় পড়েন। রাবেয়া বেগম দেয়াল নির্মাণের সময় বাধা দিলে বড় ছেলে অভিযুক্ত শাহ জালাল ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে মা রাবেয়া বেগম গত রোববার বাদী হয়ে ছেলের বিরুদ্ধে বরুড়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বরুড়া থানা পুলিশের এসআই আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে তিনি ঘটনার সত্যতা পান।

এদিকে অভিযুক্ত শাহ জালাল বলেন, ‘আমি আমার জায়গায় দেয়াল নির্মাণ করেছি। তাঁদের চলাচলের জন্য ওই রাস্তা দেবো না। অন্য দিকে আরেকটি রাস্তা আছে, প্রয়োজনে ওইটার সঙ্গে মিলিয়ে দেবো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত