Ajker Patrika

সদস্য পদে চমক দুই বোনের

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১২: ০৭
সদস্য পদে চমক  দুই বোনের

জগন্নাথপুরে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত সদস্য (মহিলা) পদে দুই বোন বিজয়ী হয়েছেন।

তাঁদের দুজনের নির্বাচনী প্রতীক ছিল এক। নবনির্বাচিত সংরক্ষিত সদস্যরা হলেন বড় বোন সাফিয়া বেগম ও ছোট বোন ইয়ারুন নেছা।

জানা যায়, গত সোমবার (২৬ ডিসেম্বর) ইউপি নির্বাচনে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে সাফিয়া বেগম মাইক প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হন। এই নিয়ে তৃতীয়বারের মতো তিনি নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে সাফিয়া বেগমের ছোট বোন ইয়ারুন নেছা উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রথমবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নির্বাচনী প্রতীকও মাইক ছিল।

নবনির্বাচিত ওই নারী সদস্যদের পিত্রালয় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুরে গ্রামে। তবে তাঁরা দুজনে স্বামীর বাড়ি থেকে নির্বাচনে অংশ নেন।

নবনির্বাচিত ইউপি সদস্য সাফিয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘জনগণের ভালোবাসায় তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছি। তাঁদের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখব।’

ইয়ারুন নেছা বলেন, ‘বড় বোনের অনুপ্রেরণায় নির্বাচনে প্রথমবারের অংশ নিয়ে বিজয়ী হয়েছি। আমার নির্বাচনী ওয়ার্ডের উন্নয়নের পাশাপাশি গরিব অসহায় মানুষের পাশে থেকে কাজ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত