Ajker Patrika

ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৩: ৩৫
ডিবি পরিচয়ে  ছিনতাইয়ের চেষ্টা

ঢাকার কেরানীগঞ্জে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের সময় হাতেনাতে নারীসহ ২ জনকে আটক করেছে র‍্যাব। গত শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. আবুল কাশেম (৩৫) ও দিপালী ওরফে শাহিনুর (২৪)।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা ব্যাটারিচালিত ৯টি ইজিবাইক ও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ সিপিসি ২ কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার আদনান এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, ওই দিন রাতে মো. আবুল কাশেম ও দিপালী ওরফে শাহিনুর স্বামী-স্ত্রীর পরিচয়ে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাপুর স্ট্যান্ড থেকে একটি ইজিবাইক ভাড়া করেন। এর চালক মো. মন্টু মিয়া (৪৫) তাঁদের নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছান। পূর্বপরিকল্পনা অনুযায়ী আবুল কাশেম নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভাড়া না দিয়ে ইজিবাইক থেকে নেমে যান। চালক আবারও ভাড়া চাইলে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা মো. ওমর ফারুক (৬০) নামে অন্য এক ব্যক্তি এগিয়ে আসেন। তিনিও নিজেকে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দেন।

এ সময় আবুল কাশেম তার সঙ্গে থাকা খেলনা পিস্তল দিয়ে চালককে ভয়ভীতি দেখিয়ে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে চালকের চিৎকারে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হয়ে র‍্যাবকে খবর দেয়।

মেজর শাহরিয়ার আদনান বলেন, র‍্যাব সদস্যরা খবরে পেয়ে ওই এলাকা থেকে ইজিবাইক ছিনতাইকারী মো. আবুল কাশেম, দিপালীকে আটক করে। তবে মো. ওমর ফারুক নামে অন্য একজন পালিয়ে যান। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহার করা ডিবি পুলিশের ২ সেট জ্যাকেট, ১টি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১টি ভুয়া আইডি কার্ড, ১টি ওয়াকিটকি ও ১টি স্টিলের হ্যান্ডকাপ জব্দ করা হয়।

পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকার রাশেদের গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে ছিনতাই করা ৯টি ইজিবাইক ও ১টি অটোরিকশা উদ্ধার করেন র‍্যাব সদস্যরা।

তিনি আরও বলেন, আটক আসামিরা ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তাঁরা বেশ কিছুদিন ধরে কেরানীগঞ্জ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক ছিনতাই করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত