Ajker Patrika

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছে নু মে ও সিংখ্যা

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১২: ৩০
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছে নু মে ও সিংখ্যা

কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছেন বান্দরবানের দুই ক্রীড়াবিদ নু মে মারমা ও সিংখ্যা উ। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিতব্য ওই প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১ নভেম্বর তাঁরা বান্দরবান ত্যাগ করবেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, আরব আমিরাতে আগামী ১৬ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় কারাতে ও জুজুৎসু উভয় ইভেন্টে অংশ নেবেন নু মে মারমা। শুধু জুজুৎসুতে অংশ নেবেন সিংখ্যা উ। কোচ হিসেবে তাঁদের সঙ্গে আরব আমিরাত যাচ্ছেন সিং মং।

এ বিষয়ে পরামর্শের জন্য গত বুধবার জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ক্যশৈহ্লার সঙ্গে সাক্ষাৎ করেন ওই দুই ক্রীড়াবিদ। এ সময় তাঁদের সাফল্য কামনা করে ক্যশৈহ্লা বলেন, ‘এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হলে নিজেরা যেমন বিশ্ব দরবারে পরিচিতি পাবে, তেমনি বাংলাদেশেরও মুখ উজ্জ্বল হবে। বান্দরবানবাসী হবে গৌরবান্বিত।’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার ব্যাপারে দুই ক্রীড়াবিদকে পার্বত্য জেলা পরিষদ থেকে সহযোগিতা করা হয়েছে।

ক্যশৈহ্লা বলেন, বান্দরবানে কারাতের অনেক প্রতিভা রয়েছে। তাঁদের সঠিক সহযোগিতা-পরামর্শ দিয়ে গড়া তোলা গেলের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কারাতের ক্ষেত্রে সুনাম অর্জন করা সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত