পীরগঞ্জ প্রতিনিধি
পীরগঞ্জ পৌরসভার দ্বিতীয় মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার। ভোট উপলক্ষে পুরো পৌর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। নেই কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র।
পীরগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন হয় ২০১৬ সালের ৭ আগস্ট। এবারের নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী হয়েছেন। ভোট নেওয়ার জন্য গতকাল শনিবারই সব প্রস্তুতি শেষ করে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন। এখন নতুন মেয়র কে হচ্ছেন তা দেখার অপেক্ষায় রয়েছেন পৌরবাসী।
এবারের নির্বাচনে নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৮৬১ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ১৯৭ জন এবং নারী ৭ হাজার ৬৬৪ জন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে জায়দুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে সুলতান মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারীদের জন্য সংরক্ষিত পৃথক তিনটি ওয়ার্ডে তিন কাউন্সিলর পদে ১৩ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডের নয়টি কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী অংশ নিয়েছেন।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, নির্বাচনের দিন প্রতি ভোটকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পাঁচজন পুলিশ ও নয়জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া নয়টি কেন্দ্রের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুটি ভ্রাম্যমাণ আদালতের টিম ও ২ প্লাটুন বিজিবি সদস্যের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর স্ট্যান্ডবাই ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।
ওসি আরও বলেন, ‘কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ নেই। আমরা পৌর এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি।’
পীরগঞ্জ উপজেলা সদর এবং পাশের রায়পুর, পীরগঞ্জ সদর, মিঠিপুর ও রামনাথপুর ইউনিয়নের এলাকা নিয়ে ২০১৩ সনের ২৮ জানুয়ারি ‘পীরগঞ্জ পৌরসভা’ গঠন করে সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
পীরগঞ্জ পৌরসভার দ্বিতীয় মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার। ভোট উপলক্ষে পুরো পৌর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। নেই কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র।
পীরগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচন হয় ২০১৬ সালের ৭ আগস্ট। এবারের নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী হয়েছেন। ভোট নেওয়ার জন্য গতকাল শনিবারই সব প্রস্তুতি শেষ করে নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসন। এখন নতুন মেয়র কে হচ্ছেন তা দেখার অপেক্ষায় রয়েছেন পৌরবাসী।
এবারের নির্বাচনে নয়টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৮৬১ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ১৯৭ জন এবং নারী ৭ হাজার ৬৬৪ জন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামীম, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে জায়দুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে সুলতান মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নারীদের জন্য সংরক্ষিত পৃথক তিনটি ওয়ার্ডে তিন কাউন্সিলর পদে ১৩ জন এবং নয়টি সাধারণ ওয়ার্ডের নয়টি কাউন্সিলর পদে ২৯ জন প্রার্থী অংশ নিয়েছেন।
সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, নির্বাচনের দিন প্রতি ভোটকেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে পাঁচজন পুলিশ ও নয়জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া নয়টি কেন্দ্রের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দুটি ভ্রাম্যমাণ আদালতের টিম ও ২ প্লাটুন বিজিবি সদস্যের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর স্ট্যান্ডবাই ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।
ওসি আরও বলেন, ‘কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ নেই। আমরা পৌর এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছি।’
পীরগঞ্জ উপজেলা সদর এবং পাশের রায়পুর, পীরগঞ্জ সদর, মিঠিপুর ও রামনাথপুর ইউনিয়নের এলাকা নিয়ে ২০১৩ সনের ২৮ জানুয়ারি ‘পীরগঞ্জ পৌরসভা’ গঠন করে সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৪ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৪ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৪ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫