Ajker Patrika

ফুটপাত সড়কে মাংস ব্যবসা

শেখ আবু হাসান, খুলনা
আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৩: ৩২
ফুটপাত সড়কে মাংস ব্যবসা

খুলনা মহানগরীর কিছু মাংস ব্যবসায়ীরা শহরের যেখানে সেখানে ফুটপাত ও সড়ক দখল করে দিয়েছেন মাংসের দোকান। ফলে দখল হওয়া এসব এলাকার ফুটপাত দিয়ে চলাচল করতে অসুবিধায় পড়ছেন পথচারীরা। এ ছাড়া দোকানের সঙ্গে লাগোয়া ড্রেনের ওপরেই জবাই করা হচ্ছে ছাগল ও ভেড়া। এসব পশুর রক্ত-বর্জ্য সড়কে এসে পড়ছে। ফলে দূষিত হয়ে পড়ছে পরিবেশ।

গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, খুলনা মহানগরীর ময়লাপোতা-ফারাজি পাড়া মোড়, ফারজিপাড়া মেইন রোড, বেণি বাবু রোড, শান্তিধাম মোড়, সিমেট্রি রোড, যশোর রোড, সামছুর রহমান ক্রস রোড, বানরগাতি বাজার এলাকা, আহসান আহমেদ রোড এলাকায় গরু, ছাগল-ভেড়ার মাংস বিক্রেতারা ফুটপাত ও সড়ক দখল করে দেদারসে মাংস বিক্রি করছেন।

ময়লাপোতা-ফারাজি পাড়া মোড়ের ফুটপাতের ওপর মাংস বিক্রেতারা মাংস কাটার কাঠের গুঁড়ি রেখে মাংস কাটাকাটি করছেন। এবং ফুটপাতের ওপরই বাঁশ বেঁধে তাতে কাটা মাংস ঝুলিয়ে সাজিয়ে রেখেছেন।

এ সময় কসাইয়েরা মাংসের ছাট, হাড় ও বিভিন্ন বর্জ্য সড়কের ওপর ফেলছেন। ফারজিপাড়া রোডের জনতা ব্যাংক কলোনির সামনের সড়কের ফুটপাত দখল ছাগল-ভেড়ার মাংস বিক্রেতারা মাংস কাটার কাঠের গুঁড়ি স্থায়ীভাবে রেখে কাজ চলছে।

এ সময় মাংসের ছাট, রক্ত মিশ্রিত পানি ফুটপাত ও সড়কের ওপর পড়ছে। এ ছাড়া সড়কের পাশে ছাগল-ভেড়া বেঁধে রাখায় ওই এলাকার পরিবেশ দুর্গন্ধময় হয়ে পড়েছে।

ফারাজি পাড়া ও ময়লাপোতা এলাকার বাসিন্দা আবদুল মালেক ও মামুনসহ কয়েকজন অভিযোগ করেন, মাংস ব্যবসায়ীদের কারণে পথচারীরা ফুটপাত যেমন ব্যবহার করতে পারছেন না তেমনি পশুর রক্ত ও বর্জ্য সড়কে আসায় এখানকার পরিবেশ দূষিত হচ্ছে। এখানে চলাচল করা দায় হয়ে দাঁড়িয়েছে। জরুরি ভিত্তিতে এ ব্যাপারে কেসিসির ব্যবস্থা নেওয়া উচিত বলে তাঁরা দাবি করেন।

একই অবস্থা নগরীর শান্তিধাম মোড়ে, সিমেট্রি রোডে, বেণি বাবু রোডে, আহসান আহমেদ রোড ও যশোর রোডে। সেখানেও কসাইয়েরা ফুটপাত দখল করে মাংস বিক্রি করছে। ছাগল-ভেড়ার মাংস বিক্রেতারা পশু দোকানের মধ্যে জবাই করার কথা থাকলেও অনেকেই ড্রেনের ওপরই জবাই করছেন।

এসব পশুর রক্ত মিশ্রিত পানি ও অন্যান্য বর্জ্য সড়কে এসে পড়ছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। জানা গেছে, এই অবস্থা নগরীর বিভিন্ন এলাকায় চলছে।

এ ব্যাপারে খুলনা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী মো. আবদুল আজিজ বলেন, ‘ফুটপাত দখল করে কিছু মাংস বিক্রেতারা পরিবেশ দূষণ করছে। অনেকে আবার ড্রেনের ওপর পশু জবাই করে নাড়িভুঁড়ির সরাসরি ড্রেনে ফেলছে।

এ ব্যাপারে কেসিসি বিভিন্ন সময় অভিযান চালাচ্ছে এবং তাঁদের সচেতন করার জন্য ব্যবস্থা নিচ্ছে। কিন্তু লোকবল সংকটের কারণে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তবে ফুটপাত দখল ও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে কেসিসি কার্যকর ব্যবস্থা নিতে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবে।

নগরীর পশু জবাই ও বিক্রি বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কেসিসির ভেটেরিনারি অফিসার ডা. মো. রেজাউল করিম জানান, নগরীর কসাইখানায় জায়গা অল্প হওয়ায় এখানে শুধুমাত্র গরু-মহিষ জবাই করা হয়। ছাগল-ভেড়া বিক্রেতারা তাঁদের দোকানের ভেতর পশু জবাই দেওয়ার কথা। তবে তাঁরা দোকানের ভেতর জবাই না করে ড্রেনের ওপর জবাই করে। ফলে পশুর রক্ত ও অন্যান্য বর্জ্য সড়কে চলে এসে পরিবেশ দূষিত করে। এসব মাংস বিক্রেতাদের জরিমানা ও লাইসেন্স বাতিল করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

‘গ্রেপ্তার জাসদ নেতাকে থানায় সমাদর’, ওসিসহ তিন কর্মকর্তা প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত