Ajker Patrika

মহাসড়কের লেন দখল করে পার্কিং

রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২৩: ৪৯
মহাসড়কের লেন দখল করে পার্কিং

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকায় লেন দখল করে ট্রাক ও কাভার্ড ভ্যান পার্কিং করে রাখা হয়। এতে সৃষ্টি হচ্ছে যানজট। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ জনগণ পাচ্ছে না চার লেনের সুফল।

স্থানীয় লোকজনের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় তোয়াক্কা করছেন না পরিবহনশ্রমিকেরা। মহাসড়কে গাড়ি পার্কিং বাড়ছেই।

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের গাজীপুর থেকে জৈনাবাজার পর্যন্ত যত্রতত্র পার্কিং করা গাড়ি। যেখানে-সেখানে দাঁড়িয়ে আছে ট্রাক-লরি ও কাভার্ড ভ্যান। নয়নপুর বাজারসংলগ্ন মেঘনা ফ্যাক্টরি ও মির সিরামিকের সামনে মহাসড়কের প্রায় এক কিলোমিটার জায়গায় একটি লেন বাকি রেখে যানবাহন পার্কিং করে রাখা হয়েছে। মির সিরামিকের সামনে প্রতিনিয়ত মাটিবোঝাই ট্রাক রাখার কারণে সড়কের এক পাশে নালার সৃষ্টি হয়েছে। সেখানে সব সময় পানি জমে থাকায় রাস্তায় ভাঙন শুরু হয়েছে। এতে মহাসড়কের মাঝপথ দিয়ে গাড়ি চালাতে হয়। এসব স্থানে প্রতিনিয়ত যানজটসহ প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় নারী পোশাকশ্রমিক লুৎফুন্নাহার বলেন, ‘আমাদের প্রতিনিয়ত হেঁটেই কর্মস্থলে যেতে হয়। মহাসড়ক এবং ফুটপাত দখল করে এসব গাড়ি রাখার কারণে যাতায়াতের রাস্তাটুকু বন্ধ হয়ে গেছে।’

পরিবহনের চালক শফিকুল ইসলাম বলেন, ‘সরকার জনস্বার্থে মহাসড়ককে চার লেনে উন্নীত করলেও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে আমাদের যাতায়াতের বিঘ্ন হচ্ছে। এতে যেকোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।’

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হয়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘আমরাও এসব অবৈধ পার্কিং নিয়ে উদ্বিগ্ন। কিছুদিন পরপর যানবাহন মালিক ও শিল্পকারখানা কর্তৃপক্ষকে যানবাহন না রাখার জন্য নিষেধ করেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছে, কারখানার সামনের মহাসড়ক বা গুরুত্বপূর্ণ স্থানে কোনো যানবাহন রাখবে না। নিজ দায়িত্বে পার্কিং বন্ধ না করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত